পীরগঞ্জ প্রতিনিধি: ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুরে উপজেলার পয়েন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি জিন্নাত আলী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোজাফ্ফর হুসেন, সহকারী শিক্ষিকা শামীমা আক্তার বানু,মাহফজা বেগম প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন মা একটু সচেতন হলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। সন্তানের পড়ালেখায় মায়েদের আরো দাায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয় মা সমাবেশে। অপর দিকে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়,নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,খামার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে মা সমাবেশে অনুষ্ঠিত হয় ।
পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল্লাহ্ ইসলাম জানান উপজেলার ১৮৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করেন।


















