Tuesday , 16 August 2022 | [bangla_date]

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী জিয়া-মোস্তাকরা এখন ইতিহাসের আস্তাকুড়ে -হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না উল্লেখ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ তারা বুজতে পারে নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ গড়ার তারই কন্যা সোনার বাংলাদেশ গড়ার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের খুনিদের অবিলম্বে দেশে এনে বিচার করা হবে। কোন খুনিই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলায় করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, সোনার বাংলা করতে যারা বাধা সৃষ্টি করেছে সেই জিয়া, মোস্তাক, ইউসুফ আলীরা এখন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। একদিন এমন আসবে তাদের নাম নিশানা থাকবে না এদেশে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করতে হবে সকলকে।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ্য ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন ও দোয়া মাহফিলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিৎ বসাক, সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র রায়, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খলিলুল্লাহ খলিল, ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রায়হান শরিফ, আওয়ামীলীগ নেতা আব্দুল হানিফ, জর্জিস সোহেল, শাহ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য অন্তর্ভূক্তি বিজ্ঞপ্তী

ঘোড়াঘাটে আনছার ও ভিডিপির সমাবেশ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

ফিস্টুলা রোগী অনুসন্ধানে রাণীশংকৈলের ধমগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়

পঞ্চগড়ে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ জড়িয়ে দিলেন জেলা প্রশাসক

বীরগঞ্জে বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার ভূমিদস্যুর দৌরাত্মে দিশেহারা

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভায় আ.লীগের হামলা, অর্ধশতাধিক নেতাকর্মী আহত

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

কালীপূজায় দুই দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ