Friday , 12 August 2022 | [bangla_date]

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের মানববন্ধন ও আলটিমেটাম

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের ফলে ভূমি ধ্বস ও ভূমি অবনমনের কারণে বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজন ২৭ আগস্টের মধ্যে বসতভিটার অধিগ্রহণ ও ক্ষতিপুরণের সমুদয় টাকা না পেলে ২৮ আগস্ট থেকে খনি অবরোধ করে আমরণ অনশনসহ টেকনাফ টু তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চের ঘোষনা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কয়লাখনি পাশর্^বতী বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ সড়কে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষনা করা হয়। ক্ষতিগ্রস্ত দুটি গ্রামের সহ¯্রাধিক নারী পুরুষ গলায় বিভিন্ন দাবিদাবা সম্বলিত পোস্টার, প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য রেজওয়ানুল হক, রুহুল আমিন মন্ডল, সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য সাইদুর রহমান, সম্পাদক বোরহান আলী, লিয়াকত আলী মন্ডল, বেলাল প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইব্রাহিম আলী মন্ডল (ইব্রাহিম খলিল)। মানববন্ধনে বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল বলেন, বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিগ্রস্ত প্রায় ২শ পরিবার দীর্ঘ চার বছরেও বসতভিটার ১৫.৫৮ একর জমি ও ভেঙ্গে যাওয়া ও ফাটল ধরা বাড়িঘরের ক্ষতিপূরণের অর্থ পায়নি। ক্ষতিপূরন না পাওয়ায় তারা অন্যত্র সরে গিয়ে বসবাস করতে পারছে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহস্্রাধিক লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ফাটল ধরা বাড়িঘরে মানবেতর জীবনযাপন করছেন। এতে যে কোন সময় প্রাণহানীর মত দূর্ঘটনার আশংকা রয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ ও বাজার প্রদক্ষিণ করে।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত লোকজন ১৫.৬৮ একর ভূমির মূল্য সহ ক্ষতিপূরণ বাবদ ১১৪ কোটি পাবে। এরমধ্যে গত মাসে ৫০ কোটি টাকা দিনাজপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করতে চাওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন তা গ্রহণ না করে সমুদয় অর্থ একবারে দেয়ার কথা বলেন। আগামী সেপ্টেম্বর মাসে পুরো টাকা জেলা প্রশাসনকে দেওয়া হবে। এরপর সেপ্টেস্বর মাসের শেষে জেলা প্রশাসন তা ক্ষতিগ্রস্ত লোকজনের নিকট প্রদান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্কুলে উপস্থিতি বাড়াতে খানসামায় শিক্ষার্থীদের ছাতা দিলেন শিক্ষকরা

খানসামায় পাইকারীতে শসার কেজি ১ টাকা, চাষিদের মাথায় হাত

দিনাজপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রামসাগরসহ চারটি ভেনুতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বাংলাদেশ সারি ধরম ট্্রাষ্ট গঠন বিষয়ে দিনাজপুরে আলোচনা সভা

কাহারোলে বজ্রপাতে ১জন নিহত আহত ২

আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও চতুর্থ স্কাউট সমাবেশ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

খেলাধুলায় সুস্থ মনের বিকাশ ঘটবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রেিতরাধ পক্ষ‘২২ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দিনাজপুর মহিলা পরিষদের সংবাদ সম্মেলন