Monday , 8 August 2022 | [bangla_date]

রাস্তা-ড্রেন এর সংস্কার ও যানজট নিরসনের দাবীতে বিশাল মানববন্ধন

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রের বাহাদুর বাজার ও পুরাতন বাহাদুর বাজার এলাকায় দীর্ঘ ১৮বছর ধরে পৌরসভা কর্তৃক কোন প্রকার সংস্কার, নির্মাণ না কারণে ও প্রতিনিয়তই যানজট নিরসনের দাবী জানিয়ে ২ঘন্টা দোকান-পাট বন্ধ রেখে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ।
গতকাল সোমবার দোকানপাট বন্ধ রেখে বাহাদুর বাজার ট্রাফিক মোড় এলাকায় বিবি ক্লাব ও বাহাদুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এই মানববন্ধন করা হয়।
বিবিসি ক্লাবের সভাপতি এ্যাডঃ ইয়ামিন আহমেদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সরকারের যৌথ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ মুন্না চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মুরাদ হোসেন, ইকবাল হাসান, বিবিসি ক্লাবের পক্ষে মাহাবুব আলম লাপ্পু, জাহাঙ্গীর হোসেন বাপ্পি, মোঃ টার্জেন, মোঃ আকরাম হোসেন, খালেদ ইব্রাহিম, মোঃ আরিফুজ্জামান চৌধুরী বাবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, কাউন্সিলর মোঃ মাসুদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দিনাজপুর পৌরসভার আওতায় বাহাদুর বাজার-এনএ মার্কেট হতে যে রাজস্ব আদায় করা হয় তাতে বাহাদুর বাজারের রাস্তাঘাট, ড্রেন সংস্কার করা কোন ব্যাপারই নয়। অথচ ১৮ বছর ধরে এই ব্যবসায়ী এলাকা বাহাদুর বাজারের কোন উন্নয়নই হয়নি। সংস্কার করা হয়নি রাস্তাঘাট এবং পানি নিস্কাশনের জন্য ড্রেন। যার ফলে যানবাহন চলাচল ও ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করা কষ্টকর হয়ে পরেছে। এব্যাপারে বার বার এলাকাবাসাীর পক্ষ হতে পৌর মেয়রকে জানানো হলেও তিনি কোন কর্ণপাত করেননি। মানববন্ধন চলাকালীন সময় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম একে ব্যবসায়ীদের দাবীর সাথে একাত্ততা ঘোষনা করে বলেন, আগামী ৩ দিনের মধ্যে চলাচল উপযোগী রাস্তাঘাট সংস্কার করা হবে এবং আগামী ৬ মাসের মধ্যে স্থায়ীভাবে রাস্তা ও ড্রেন নির্মাণ করার পরিকল্পনা পৌরসভার রয়েছে। বিবিসি ক্লাবের সদস্যরা এবং ব্যবসায়ীরা মানববন্ধনে ঘোষনা এবং হুশিয়ারী করে বলেন, আগামী ৩ দিনের মধ্যে চলাচল উপযোগী বাহাদুর বাজারের রাস্তা সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং সবকিছু করে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো। এর জন্য পৌরসভা দায়ী থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

উর্বশী গানের সিঁড়ি’র দ্বিতীয় আসরেও জমিয়ে গাইলেন খ্যাতনামা সংগীতশিল্পীরা

পীরগঞ্জে ডিবি পরিচয়ে জুয়ার আসরে টাকা তুলতে গিয়ে দুই যুবক গ্রেফতার

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ২৮টি ঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

স্বামীকে হাসিমুখে বিদায় দিয়ে স্ত্রীর আত্মহত্যা..

ধর্মের প্রতি আমাদের মমত্ববোধ থাকবে কিন্তু ধর্মান্ধ হব না -মনোরঞ্জন শীল গোপাল

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড, জনজীবন স্থবির ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের   প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রলীগের কমিটি না থাকায় ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণহীন রানীশংকৈল ছাত্রলীগ