Monday , 1 August 2022 | [bangla_date]

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ

আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোকের মাস। ১৫ আগস্ট গভীর শোকাবহ একটি দিন, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় এবং আন্তর্জাতিক কুচক্রী মহলের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র নৃশংসভাবে হত্যা করেছে ইতিহাসের মহানায়ক, শত সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হত্যা করেছে মহিয়সী নারী, জাতির পিতার প্রিয় সহধর্মিনী, বঙ্গবন্ধুর নেতৃত্বের চালিকাশক্তি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, জাতির পিতার প্রিয় সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের ২৬ জন নিকটাত্মীয়কে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ খ্রী. যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এর অংশ হিসেবে আগস্ট মাসের প্রথম দিনে আজ সকাল ৯.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে ভিআইপি কনফারেন্স রুমে জাতীয় দিবস উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ, ডীন, পরিচালক, হল সুপারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন। কালো ব্যাজ ধারণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি যার যার অবস্থান থেকে হাবিপ্রবি পরিবারের সকলেই কালো ব্যাজ ধারণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিজিটাল কালো ব্যাজ প্রদর্শন ও মাননীয় ভাইস-চ্যান্সেলর কর্তৃক শোক বার্তা প্রকাশ করা হয় ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপ‚র্ণ স্থানসম‚হে সরকারী নির্দেশনা মোতাবেক ব্যানার স্থাপন করা হয়।
এছাড়াও মাসব্যাপী কর্মস‚চির অংশ হিসেবে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব- এঁর জন্মদিন উপলক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুননেছা মুজিব হল কর্তৃক শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিল, ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “অসমাপ্ত আত্মজীবনী” শীর্ষক গ্রন্থ অবলম্বনে কুইজ প্রতিযোগিতা, ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী জাতীয় শোক দিবস পালন, ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “কারাগারের রোজনামচা” শীর্ষক গ্রন্থ অবলম্বনে কুইজ প্রতিযোগিতা, ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মস‚চি, ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “আমার দেখা নয়াচীন” শীর্ষক গ্রন্থ অবলম্বনে কুইজ প্রতিযোগিতা এবং মাসের শেষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন

মডেকিলেে চান্স পয়েওে র্ভতরি অনশ্চিয়তায় শারমনি আক্তার

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রামসাগরসহ চারটি ভেনুতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

পুলিশকে নির্লোভ ও অপরাধির পক্ষত্যাগ করার আহবান জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমানের সাথে কর্মী-সমর্থক ও ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

১নভেম্বর থেকে মাধ্যমিকে শুরু হচ্ছে সংক্ষিপ্ত মূল্যায়ন

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা