Sunday , 18 September 2022 | [bangla_date]

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দিনাজপুরে দল গোছাচ্ছে জাতীয় পার্টি ষড়যন্ত্র কারিদের দাত ভাঙ্গা জাবাব দেওয়ার হুশিয়ারি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরে নেতাকর্মীদের সক্রিয় করতে এবং তৃণমুলে দল গোছাতে মাঠে নেমেছেন জাতীয় পার্টির নেতারা। উজ্জিবিত করার পাশাপাশি ঝুলে থাকা কমিটি নতুন ভাবে পুর্ণগঠনে গুরুত্ব দিচ্ছেন তারা। গেল শুক্রবার একদিনে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নে ত্রি বার্ষিক সম্মেলন এবং কাহারোল উপজেলায় বর্ধিত সভার নতুন কমিটি গঠন করেছেন তারা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা।
পার্টির ওই দুই সভায় প্রধানর অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই জাতীয পার্টিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। সম্প্রতি দল থেকে বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশের বাইরে দলের ভিতরে হোক আর সরকারি দল বা বিরোধী অন্য যে কোন দলের চালবাজির দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। হাত ভেঙ্গে দেওয়া হবে।
শুক্রবার রাতে দিনাজপুরের কাহারোল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পার্টির বর্ধিত সভার আয়োজন করা হয়। পার্টির কর্মকান্ড তৃণমূলে ছড়িয়ে দিতে এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সক্রিয় করতে আগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে ওই দুই উপজেলায়। জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গলের পক্ষে গণ জোয়ার সৃষ্টি করতে এখন থেকে মাঠে প্রচারনায় নামতে আহবান জানিয়েছেন তারা।
এর আগে বিকালে বিরল উপজেলার বিজোড়া হাই স্কুলে একটি কক্ষে জাতীয় পার্টির ইউনিয়ন পর্যায়ের কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে তৃণমুলে নের্তৃত্বের জন্য নতুন ভাবে কমিটি পুর্ণগঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল জাতীয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওই সম্মেলনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল, জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীলসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কমিটির নেতারা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রোকেয়া বেগম লাইজু, মমতেহাজ আলম, এনামুল হক মনি, সামসুজোহা হেলাল, এরশাদুল হক মোল্লা, আজগার আলী, মাহাবুব আলম, অফজাল হোসেন দুলাল,ইলিয়াস খান, আবুল কালাম আজাদ,এ্যাডভোকেট নুরুল ইসলাম, শাহিনুর ইসলাম, হেলাল উদ্দিন এবং মনির হোসেন খানসহ অন্যান্যরা।
পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশ মতে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জয় এনে দিতে রাজনৈতিক কর্মকান্ডে সাধারন ভোটারদের কাছে পৌছে দিতে তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন তারা।
এছাড়াও চলতি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেনের পক্ষে বিজয় আনতে পার্টির নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন পর্যায়ের জন প্রতিনিধিদের (চেয়ারম্যান-মেম্বার) সাথে মতবিনিময় শুরু করেছেন পর্টির জেলা এবং উপজেলা পর্যায়ে নেতারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে নবনির্বাচিত মেয়রকে নাগরিক গণসংবর্ধনা

আবারো বার্সেলোনার ওপর ক্ষীপ্ত মেসি

জিলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং বদলির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

হরিপুরে লোনা নদী থেকে লাশ উদ্ধার

বিরলে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আলোচনা ও দোয়া মাহফিল

হরিপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

লন্ডনে ব্যারিস্টার হলেন বীরগঞ্জের জুন্নুন ওয়ালিদ চৌধুরী

পীরগঞ্জে সত্যেন সেনের জন্ম তিথি উপলক্ষে উদীচীর আলোচনা সভা

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

পীরগঞ্জে তাল বীজ রোপনের উদ্বোধন