Monday , 26 September 2022 | [bangla_date]

আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে মহালয়া উপলক্ষ্যে গনেশতলা বারোয়ারী সমিতি’র সাংস্কৃতিক অনুষ্ঠান

আসন্ন শারদীয় শ্রী শ্রী দূর্গা পূজাকে সামনে রেখে মহালয়া উপলক্ষে গনেশতলা বারোয়ারী সমিতি’র আয়োজনে রায় সাহেব বাড়ীর রথখোলা দূর্গা মন্দির প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, চন্ডিপাঠ, মহিষাসুর মর্দিনী নাটিকার মধ্য দিয়ে বাঙ্গালীর আশা- বাঙ্গালীর গর্ব সনাতন সম্প্রদায়ের প্রাণের উৎসব দূর্গা পূজার আগমনী সূচনা অনুষ্ঠান মহালয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণেশতলা বারোয়ারী সমিতির (রায়সাহেব বাড়ী) সভাপতি স্বপন কুমার বোস, সাধারণ সম্পাদক মানবেন্দ্র নাথ দাস মনোজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। সাংস্কৃতিক সুধা অনুষ্ঠানের পরিচালনা করেন রাহুল কুন্ডু। শিল্পিরা হলেন, মিতুল ভট্টাচার্য টুকি, প্রিয়ংকা দাস চৈত্রী, সাবিত্রি বর্মণ, রূপান্তি কুন্ডু, মেধা ব্যানার্জী, শ্রেয়সী মৈত্র, বাপ্পি কুন্ডু, রিয়া সরকার, সংগীতা রায়, অংশিতা সাহা, অঙ্কন নাথ বারোই, প্রতীক কুমার রায়। নৃত্যে ছিলেন, অনুসৃয়া বৃন্দা শীল এবং মহালয়া উপলক্ষ্যে শুভ সরকার ও অনিরুদ্ধ রায়ের নির্দেশনায় “দনুজদলনী দূর্গা” নাটিকা পরিবেশনে দর্শকবৃন্দ উপভোগ করেছে। তবলায় ছিলেন সুদিপ্ত কুন্ডু সজীব, কী-বোর্ডে ছিলেন দীপক ও প্যাডে ছিলেন শুভ রঞ্জন লাহা। নাটিকার আবহ সংগীতে ছিলেন অপর্ণ চক্রবর্তী ও অনন্যা চক্রবর্তী। বক্তারা বলেন, আমরা চাই চির নতুনের টানে শরতের এই মহা মিলনের ক্ষনে, সপ্তমির ভোগ, অষ্টমির প্রসাদ, নবমীর নৈবদ্য ও দশমীর মিষ্টি মুখে সকলের জীবন সর্বসুখ প্রদায়িনী মা দূর্গার আর্শিবাদে আনন্দে ভরে উঠুক। মায়ের আগমনে অশুভ শক্তির বিনাস এবং শুভ শক্তির জয় হোক। আসুন আমাদের হৃদয় শুভ বুদ্ধি জাগ্রত করে তমোগুন ও রিপুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চড়ুই পাখির কলরবে থমকে যান পথচারীরা

দিনাজপুরের বিরামপুর পৌরসভায় বিজয়ী আক্কাস আলী

উচ্চ মাধ্যমিকে পঞ্চগড়ে পাশের হার ৪৩.১৯ % জিপিএ-৫ ১১৩ জন, ৩ কলেজের কেউ পাস করেনি

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ নির্মানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে –হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

রাণীশংকৈলে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জ সঃ কলেজে HSC পরীক্ষার লিংক ২৮নভেঃ সকাল ১০-২টা পর্যন্ত খোলা থাকবে

পীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নবরূপীর মোঃ নাজমুল হককে আহবায়ক করে  ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

নবরূপীর মোঃ নাজমুল হককে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

রাণীশংকৈলে মা মেয়ে সহ ঠাকুরগাওয়ে বজ্রপাতে ৩ জন নিহত