Thursday , 22 September 2022 | [bangla_date]

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাউৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভাতে ১৩টি উপজেলা থেকে আগত বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপজেলা শাখার নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দসহ জনপ্রতিনিধির উপস্থিতিতে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আলম বিপিএম (সেবা)। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বারিউল করিম খান (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেহেদী হাসান (রাজস্ব), সদর উপজেলার চেয়ারম্যান এমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সভাপতি রায়হান কবীর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, ইমাম মওলানা মতিয়ুর রহমান কাসেমী, দিনাজপুর আনসার ভিডিপি সহকারি পরিচালক ও ফায়ার সাভির্সের সহকারি পরিচালক মঞ্জিল হক।
শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন আসন্ন শারদীয় উৎসব উদ্যাপনে কেন্দ্রিয় নিয়মনীতি মেনে সবাইকে এককাতারে পালন করতে বলেন। নিরাপত্তা বিষয়ক কর্মসূচীর মধ্যে ট্রাফিক জোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহরে পূজার সময় বাস, ট্রাক, ট্রাক্টর চলাচল থেকে বিরত রাখার প্রস্তাব করা হয়। আযানের সময় ও গভীররাতে মাইক বাজানো বিরত রাখা এবং সেই সঙ্গে মাইকে শুধু ধর্মীয় গান বাজানো সিদ্ধান্ত গ্রহন করার জন্য বলা হয়। শেষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর মঙ্গল কামনা করেন।
এদিকে স্বাগত বক্তব্যে জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতৃত্ববোধ, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রয়াস সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নীতি ও সাংগঠনিক উন্নয়নের কার্যক্রমকে ত্বরান্বিত রাখতে আরো গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাঃ সম্পাদক রতন সিং, রাজদেবোত্তর স্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল ঘোষ। এই সময় উপস্থিত ছিলেন মহিলা ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্মিশেষে সবার অংশগ্রহনে ও সহযোগীতায় শারদীয় উৎসব উদ্যাপনের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। দিনাজপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ইতিহাস যে কোন মূল্যে আমাদের ধরে রাখতে হবে। যথাযথভাবে মর্যাদার সহিত শারদীয় দুর্গোৎসব পালন করার জন্য বলা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

নিউইয়র্কে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি নির্বাচিত হওয়ায়

পীরগঞ্জ উপজেলার এইচ,কে উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ৯ দিনেও উদ্ধার হয়নি

পীরগঞ্জে সাবেক এমিপ’র রোগ মুক্তিকামনায় দোয়া মাহফিল

নতুন উদ্যোক্তাদের কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক টেকশই উন্নয়নের ধারাকে বজায় রাখতে উদ্যোক্তাকে দক্ষ করে গড়ে তোলা হবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জাতীয় কন্যাশিশু দিবস — ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আটোয়ারীতে অটো চুরি করতে গিয়ে হত্যা মামলার আসামী আটক

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে

ঠাকুরগাঁওয়ে বিধিনিষেধ না মানায় জরিমানা