Thursday , 22 September 2022 | [bangla_date]

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

প্রশ্নফাসঁ নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির স্থগিত হওয়া গণিত (আবশ্যিক), কৃষি, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা আগামী ১০, ১১, ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার এই স্থগিত হওয়া পরীক্ষার সময়সুচী ঘোষনা করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড।
এর আগে বুধবার বিকালে দিনাজপুর শিক্ষা বোর্ডে ওই ঘটনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আগামী ৫ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যানের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বোর্ডের কলেজ শাখার পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপ-পরিদর্শক আকতারুজ্জামান।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থগিত হওয়া বিষয়গুলোর গণিত (আবশ্যিক) পরীক্ষা ১০অক্টোবর, কৃষিশিক্ষা ১১ অক্টোবর, রসায়ন ১৩ অক্টোবর ও পদার্থবিজ্ঞান ১৫ অক্টোবর হবে। এঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে।এরপরই দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চার বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। ওই বিষয় চারটি ছিল-গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন। এর মধ্যে গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২২সেপ্টেম্বর। এছাড়া ২৪সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষিবিজ্ঞান ও ২৬ সেপ্টেম্বর রসায়ন বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।
এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। এ নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বর্ধিত সভায় মাহমুদুল হাসান মানিক গরিব মেহেনতি মানুষের মুক্তির একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা

হিলিতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

বীরগঞ্জ সরকারি কলেজে বৃক্ষ রোপণের মাধ্যমে বীরগঞ্জ শুভসংঘের নতুন কমিটির যাত্রা শুরু

আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন

আপডেট: ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু

আটোয়ারীতে আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী অব্যাহত

বীরগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার !

হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান

অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে