Friday , 2 September 2022 | [bangla_date]

কাহারোলে ১১জন ডাকাত গ্রেফতার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের কাহারোলে ইট ভাটায় ডাকাতি করার পর ডাকাত দল মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার পথে রংপুর জেলার পাগলাপীর নামক স্থানে দিনাজপুর র‌্যাব-১৩ কর্তৃক আটক।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার কাহারোল থানা পুলিশ দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন ১।মোঃ শাহিন মিয়া(২৮),পিতা-গণি মিয়া, উপজেলা-পীরগাছা, জেলা-রংপুর, ২।মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-রমজান আলী, উপজেলা-সৈয়দপুর, জেলা-নীলফামারী, ৩।মোঃ সাজ্জাদ হোসেন (৪০), পিতা-মোঃ নবির উদ্দীন, উপজেলা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, ৪।মোঃ রেজাউল করিম (৩৫), পিতা-গফুর আলী, উপজেলা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ৫।মোঃ শিফাজুল ইসলাম(৩২), পিতা-মোঃ আফসার আলী, উপজেলা-মিঠাপুকুর, জেলা-রংপুর, ৬।মোঃ ফারুক (৩২), পিতা-মোঃ মোজাহার আলী, উপজেলা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম,৭।মোঃ আবু বক্কুর (৬০),পিতা-ইসমাইল আলী, উপজেলা-রংপুর সদর,রংপুর, ৮। মোঃ শরিফুল ইসলাম(৩৮) পিতা-মৃত আবসার আলী, উপজেলা-কাউনিয়া, রংপুর, ৯।ভুট্টু বর্ম্মন(৪০), পিতা-অনিল বর্ম্মন, উপজেলা- রংপুর সদর, জেলা-রংপুর, ১০। মোঃ আল-আমিন (৫০), পিতা-মোঃ সহিদুল ইসলাম,উপজেলা-বদরগঞ্জ, জেলা-রংপুর ও ১১।আব্দুস সালাম(৪৩), পিতা-মোন্তাজ আলী, উপজেলা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর।
ঘটনার বিবরনে জানা যায় গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাইক্রোবাসসহ একটি ডাকাত দল কাহারোলের তাড়গাঁও ইউপির প্রিতির বাজার এর নিকটে মেসার্স এ.ব্রিক্স ভাটায় ঢুকে অতর্কিতভাবে ইট ভাটার ম্যানেজার মোঃ সাহিনুর ইসলাম ও পাহারাদার রাম গোপালকে বেধে রেখে ডাকাত দল ১২ভোল্টের ট্রাষ্টরের ৫টি ব্যাটারী, একটি সোলার ব্যাটারী, একটি এপলো ব্যাটারি, একটি ট্রান্সফরমার, একটি এনড্রয়েড মোবাইল সেটসহ নগদ অর্থ ও অন্যান্য মালামাল নিয়ে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়। বুধবার র‌্যাব দিনাজপুর-১৩ রংপুর জেলার পাগলাপীর নামক স্থানে মালামালসহ ১১জন ডাকাতকে আটক করেন এবং বুধবার রাত ১০টার দিকে কাহারোল থানায় ডাকাতদেরকে নিয়ে আনা হয়। এ ব্যাপারে কাহারোল থানায় বাদী হয়ে মেসার্স এ.ব্রিক্সএর মালিক মোঃ আহসান একটি ডাকাতি মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

ঘোড়াঘাটে চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট

​ ঈদ যাত্রায় সড়কে ঝরলো ২৯৫ প্রাণ

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফদের পদায়ন দাবিতে দিনাজপুরে স্মারকলিপি

হরিপুরে পুকুর থেকে লাশ উদ্ধার

আটোয়ারীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৪ আসামী আটক এবং ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি

দিনাজপুরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু ঃ সড়ক অবরোধ

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড