Sunday , 18 September 2022 | [bangla_date]

জাতীয় সংসদে রংপুর ও রাজশাহী বিভাগে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন প্রদান আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে রংপুর ও রাজশাহী বিভাগ হতে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন এবং আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ সকল ধরনের সহিংসতার ঘটনায় দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী নারী নেট ওর্য়াকের দিনাজপুর জেলা শাখার উদ্দ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচীতে জেলার বিভিন্ন স্থানের আদিবাসী নারী এবং পুরুষেরা অংশ নেয়।
আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটি এবং বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সহ সভাপতি ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য মিনতী মার্ডী, কোষাধ্যক্ষ শিবানী উরাও, সদস্য সেলিনা সরেন, দিনাজপুর সদরের মায়ারানী টপ্য, বানী কুজুর, মিনতী লাকড়া, বীরগঞ্জের কমলা সরেন, সুশিলা মুর্মু, স্মৃতি মার্ডি, কাহারোলের হাসিনা সরেন, রিতা হেমব্রম, বিরলের রাখী কড়া, পার্বতীপুরের লিপনা হাঁসদা, মিনতি সরেন প্রমুখ।
এসময় আদিবাসী নারীদের মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান,জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রুবেল টুডু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,আদিবাসী নারীরা ক্ষমতা কাঠামোর একেবারে বাইরে রয়েছে অথচ তাদের মধ্যেও নেতৃত্বের সক্ষমতা তৈরি হয়েছে। বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের জন্য নানা পরিকল্পনা ও সুযোগ তৈরি করলেও সেখানে আদিবাসী নারীদের প্রবেশাধিকার নেই বললেই চলে। জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকলেও রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কোন আদিবাসী নারীকে কখনো মনোনয়ন দেওয়া হয়নি। এই দুই বিভাগ থেকে অন্ততপক্ষে দুই জন আদিবাসী নারীকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান বক্তারা।
এছাড়াও মানববন্ধন থেকে আদিবাসী নারীসহ নারীর প্রতি সকল ধরনের নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখা, সমতলের আদিবাসীদের ভ‚মি রক্ষায় স্বাধীন ভ‚মি কমিশন গঠন করা এবং সমতলের আদিবাসী নারী-পুরুষদের জীবনমান উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ ও পৃথক মন্ত্রণালয় গঠন করার দাবিও জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগকে নি-ষিদ্ধের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

হরিপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ৩

ঠাকুরগাঁও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে দিনাজপুর পৌর এলাকার সার্বিক উন্নয়নে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভগ্ন নেতৃত্বে রুগ্ন বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে পারেনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে খাবারের অভাবে সেহেরি খেতে পারেনি রোজাদাররা!

ধুলামুক্ত হিলি চাই শ্লোগানে স্থানীয়দের র‌্যালী