হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আ’লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী মনোনয়নপত্র জমা করেছেন। বুধবার তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, সেলিনা জাহান লিটা, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুলসহ জেলা ও বিভিন্ন উপজেলার আ’লীগের সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


















