Friday , 23 September 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী সেজে জনসাধারণের সাথে প্রতরণার অভিযোগে মো: জালাল উদ্দীন (৪০) ও তার পিতা মো: মফিজ উদ্দীন (৬২) কে গ্রেফতার করা হয়। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৌর শহরের আদালত চত্ত¡র থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী বাদি হয়ে পিতা ও ছেলের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, হরিপুর উপজেলার নন্দগ্রাম (যাদুরানী বাজার) এলাকার মো: ইমরান আলী ও তার পিতা মফিজ উদ্দীন দীর্ঘদিন ধরে ভুয়া আইনজীবীর পরিচয় দিয়ে আসছিলেন। তারা নিজেদের লাইসেন্সধারী আইনজীবী পরিচয় দিয়ে একাধিক মানুষের সাথে প্রতারণা করছিলেন। ওই দিনও তারা নিজেদের আইনজীবী দেখিয়ে ভিজিটিং কার্ড বিভিন্ন মানুষকে দিয়ে প্রতরণা করতে থাকে।
ইতিপূর্বে এ জাতীয় অভিযোগের প্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির এক সভায় মামলার ২নং আসামী মফিজ উদ্দীন ও তার ছোট ভাই আজিজুর রহমানকে প্রতরক, দালাল, টাউট এবং বাটপার ঘোষনা করে তাদের বিরুদ্ধে জেলার আদালত চত্তরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু ঘটনার দিন ইমরান ও তার পিতা আবারও আদালত চত্ত¡রে পূর্বের ন্যায় প্রতারণা করতে থাকে। এমন সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গেলে চড়াও হয়ে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় অন্যান্য আইনজীবীরা তাকে থামাতে গেলে পাশের ফলের দোকান থেকে ছুরি নিয়ে আবারও আঘাত করে আইনজীবীদের গুরুতর জখম করে আহত করে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্যরা ছেলে-পিতাকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বরই চাষে কৃষকের ভাগ্য বদল

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান, এমআরআই মেশিনসহ অচল যন্ত্রপাতির মাঝে চিকিৎসকসহ জনবল সংকট

কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে

সকলপ্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সংগঠন সমবায় সমিতির নুতন কমিটির- সভাপতি শম্ভু বর্মন, সাধারণ সম্পাদক হাবিব

পীরগঞ্জে মৎস্য চাষীদের সাথে মতবিনিময়

বীরগঞ্জে অবশেষে মুক্ত আকাশে ডানা মেলল ১৬ শকুন

আটোয়ারীর প্রতিভাবান লুকাস দাস বাঁচতে চায়