Monday , 26 September 2022 | [bangla_date]

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১২জনের মনোনয়ন পত্র প্রত্যাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় সাধারন সদস্য পদে ২ জন নির্বাচিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত মহিলা আসনে ২জন ও সাধারন সদস্য পদে ৯জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
ফলে প্রত্যাহারের শেষে ১নং ওয়ার্ডে (বীরগঞ্জ) মোঃ রকুনুজ্জামান ও ১২নং ওয়ার্ডে (হাকিমপুর) আব্দুর রহমান লিটন বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহীনুর ইসলাম প্রামানিক জানান, চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য পদে (কাহারোল ১নং ওয়ার্ড) লায়লা আরজুমান বানু, ২নং ওয়ার্ড (বীরগঞ্জ) শিরিন আখতার এবং সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে (বীরগঞ্জ) আতাউর রহমান বাবু, ৩নং ওয়ার্ডে (খানসামা) বাবলুর রহমান, ৫নং ওয়ার্ডে (বিরল) আব্দুল হালিম, ৬নং ওয়ার্ডে (সদর) জুলফিকার আলী শাহ, ৯নং ওয়ার্ডে (ফুলবাড়ী) কামরুজ্জামান ও আবুল কাশেম, ১০নং ওয়ার্ডে (নবাবগঞ্জ) সাদেকুল ইসলাম, ১২নং ওয়ার্ডে (হাকিমপুর) হারুন উর রশীদ মন্ডল, ১৩ নং ওয়ার্ডে (ঘোড়াঘাট) কাজী মাহাবুবুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
দিনাজপুর জিলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়ব উদ্দীন চৌধুরী, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন।
দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে সমর্থন করে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন অফিস জানায়, চেয়ারম্যান পদে ২জন, সাধারন সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১২জন। মোট ৪৯ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহন করছে।
আগামী ১৭ অক্টোবর ১৩ উপজেলায় ১৩ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহন করা হবে। ভোট চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ১৪৭৯ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৫৫ বছর ধরে মাটির হাঁড়িপাতিল বিক্রি করেন — মতিচন্দ্র রায় (৯০) !

ঠাকুরগাঁওয়ে লাহিড়ীবাজারে চাড়োল চৌরঙ্গীর রাস্তার ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারণে জনসাধারণের দূর্ভোগ

নবম পে-স্কেলের চূড়ান্ত রিপোর্ট ও বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবি কর্মচারী পরিষদের স্বারকলিপি

পীরগঞ্জে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডারদের ল্যাপটপ প্রদান

রাণীশংকৈলে অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিংসক আটক ।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লীগের চ্যাম্পিয়ন ‘ভলিবল ফ্রেন্ডস’

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে…. জেলা প্রশাসক জহুরুল ইসলাম