Thursday , 29 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ের আউলিয়া ঘাটে নৌকাডুবি দূর্ঘটনার চারদিন পর মিলল হিমালয়ের মরদেহ \ মৃতের সংখ্যা বেড়ে ৬৯\ তদন্ত কমিটির মেয়াদ বাড়ল আরও ৩ কর্ম দিবস

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় \ পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে গতকাল বুধবার উদ্ধার অভিযানের চতুর্থ দিনে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মুত্যুর সংখ্যা দাড়াল ৬৯ জনে। উদ্ধার হওয়া মরদেহটি হিমালয়ের (২৫)। তিনি একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের খালপাড়া গ্রামের বীরেন্দ্র নাথ রায়ের ছেলে। গত দেড় মাস আগে বন্যার সাথে বিয়ে হয় হিমালয়ের। জীবনের বাকি সময়টা একসাথে কাটাবার স্বপ্নে বিভোর তারা। ভগবানের কৃপা নেয়ার জন্য গত রোববার হিমালয়-বন্যা দু’জনে মহালয়ার ধর্মসভায় যোগ দেয়ার জন্য বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। করোতোয়ার আউলিয়ার ঘাটে নদী পার হওয়ার জন্য দু’জনই চড়েন নৌকাতে। কিন্তু বিধি বাম। নৌকাডুবির ঘটনায় বন্যা বেঁচে ফিরে এলেও অন্যান্যদের সাথে হারিয়ে ফেলেন স্বামী হিমালয়কে। বন্যাকে নিয়ে হিমালয়ের পরিবার দূর্ঘটনার দিন থেকেই হন্যে হয়ে বেড়িয়েছে নদীর তীরে তীরে। নৌ ট্রাজেডির চারদিনের মাথায় গতকাল বুধবার বিকেলে দূর্ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার করা হয় হিমালয়ের নিথর দেহ। এ নিয়ে আউলিয়া ঘাটের নৌ ট্রাজেডিতে মৃতের সংখ্যা দাড়াল ৬৯ জনে। এদিকে তদন্ত কমিটির আহবায়কের আবেদনের প্রেক্ষিতে প্রতিবেদন জমা দেয়ার সময় আরও ৩ দিন বৃদ্ধি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
হিমালয়ের পরিবার সূত্রে জানা যায়, দেড় মাস আগে ওই বীরেন্দ্র নাথ-সারদা রাণী দম্পতির ছেলে হিমালয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বন্যার। নৌ ট্রাজেডির দিন সকাল সকাল খুব আনন্দে সেজে বাড়ি থেকে বের হয়েছিলেন বন্যা-হিমালয়। বোদেশ্বরী মন্দিরে ধর্মসভা থেকে ফিরে এসে পূজার কেনাকাটা করার কথা ছিল তাদের। ঘটনার পর থেকেই হিমালয়ের খোঁজে করতোয়ার তীরে অপেক্ষা করছেন দুলাভাই গ্রী বাবু। গ্রী বাবু বলেন, ঘটনার দিন থেকে হিমালয়ের অপেক্ষায় আছি আমরা। রাত দিন ধরে করতোয়ার দুপাড়ে আতœীয় স্বজন মিলে খোঁজ রাখছি। কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি। বাড়িতে বন্যা বার বার বেহুস (অজ্ঞান) হয়ে যাচ্ছে। বাড়িতে সবাই অপেক্ষা করছে। জীবিত না হোক লাশটা নিয়ে ফিরব আমি। কি হইলো এসব? ভগবান কি করল? গতকাল বুধবার বিকেলে হিমালয়ের মরদেহ মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রের সামনে নিয়ে এলে কান্নার রোল পড়ে যায়। চারদিন পানির নিচে পড়ে থেকে নিথর দেহ বিবর্ণ হয়ে গেলেও খুব সহজেই তাকে চিনতে পারে গ্রী বাবুসহ তার পরিবারের লোকজন।
নৌ ট্রাজেডির চতুর্থ দিনের মত গতকাল বুধবার সূর্যোদয়ের আগে থেকেই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় উদ্ধারকারীরা। সেই সাথে তীরে জড়ো হতে থাকে নিখোঁজদের স্বজনসহ উৎসুক জনতা। তবে গত তিন দিনের চেয়ে বুধবার মানুষের চাপ কিছুটা কম ছিল করতোয়া পাড়ে। সারাদিন কোন মরদেহ উদ্ধার না হওয়ায় সবাই যখন ফিরে যাচ্ছিন ঠিক তখনই উদ্ধার করা হলো হিমালয়ের নিথর দেহ।
উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় হিমালয়ের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, বুধবার একজনসহ আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হল। এখন পর্যন্ত আরও নিখোঁজ থাকলেন ৩ জন।
এদিকে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। গত মঙ্গলবারের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। কিন্তু তদন্ত কমিটির আহবায়কসহ অন্য সদস্যরা একই সময়ে উক্ত দূর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও তিন কার্যদিবস বৃদ্ধির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করলে তিনি সেই আবেদন মঞ্জুর করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইউপি নির্বাচনে ঘোড়া মার্কার জয়

পীরগঞ্জে ট্রাক ট্যাংক-লড়ি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্য পদে ১৪জনের মনোনয়ন দাখিল

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

হরিপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দিনাজপুর সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি

একদিনেই এলো ১০৭৭ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া