Sunday , 18 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্চিত তিন ঘন্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে আইনজীবী কর্তৃক শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ তিন ঘন্টার পর তুলে নিয়েছে শ্রমিকরা। গতকাল রোববার বিকেলে ওই আইনজীবী প্রকাশ্যে শ্রমিকদের কাছে ক্ষমা চাওয়ার পর সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এর আগে পঞ্চগড় জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী মিয়াকে মারধরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা দুপুর একটা থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক, পঞ্চগড় ট্রাক টার্মিনালের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং পরবর্তীতে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। এতে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা।
জানা যায়, শনিবার রাতে পঞ্চগড় পৌরসভার তেলীপাড়া এলাকায় ট্রাক টার্মিনাল সংলগ্ন বিসিক মাঠে সাতজন চালক-শ্রমিককে জুয়া খেলার দায়ে আটক করে পুলিশ। গতকাল রোববার সকালে আদালতে তাদের জামিনের আবেদনের জন্য যান মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী মিয়াসহ শ্রমিক নেতারা। এসময় আসামী জামিন করার বিষয়ে আদালতের আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সাথে তাদের আলোচনা হয়। এ সময় শ্রমিক নেতা আকবর ও আইনজীবি লিটনের সাথে তর্ক ও পরে তাদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় তিন ঘন্টার অবরোধ ও বিক্ষোভ চলার পর বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) আমিনুর রহমানের চেম্বারে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, আইনজীবী ও শ্রমিক নেতারা আলোচনা বসে বিষয়টি সমোঝোতা করলে আইনজীবী আবুল কালাম আজাদ লিটন প্রকাশ্যে তার ভুলের জন্য ক্ষমা চাইলে বিকেল ৪টার পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠানে সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সোনালী এজেন্ট ব্যাংকিং গোলাপগঞ্জ বাজার, আউটলেট এর শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

কাহারোলে দুস্থ’ শীতার্তদের মাঝে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র

অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন যুথী

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শাহানুর আলম শানু প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী

দিনাজপুরে যুব মৈত্রীর জেলা সম্মেলন ও কমিটি গঠন