Sunday , 18 September 2022 | [bangla_date]

পঞ্চগড়ে আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্চিত তিন ঘন্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে আইনজীবী কর্তৃক শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ তিন ঘন্টার পর তুলে নিয়েছে শ্রমিকরা। গতকাল রোববার বিকেলে ওই আইনজীবী প্রকাশ্যে শ্রমিকদের কাছে ক্ষমা চাওয়ার পর সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এর আগে পঞ্চগড় জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী মিয়াকে মারধরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা দুপুর একটা থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক, পঞ্চগড় ট্রাক টার্মিনালের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং পরবর্তীতে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। এতে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা।
জানা যায়, শনিবার রাতে পঞ্চগড় পৌরসভার তেলীপাড়া এলাকায় ট্রাক টার্মিনাল সংলগ্ন বিসিক মাঠে সাতজন চালক-শ্রমিককে জুয়া খেলার দায়ে আটক করে পুলিশ। গতকাল রোববার সকালে আদালতে তাদের জামিনের আবেদনের জন্য যান মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী মিয়াসহ শ্রমিক নেতারা। এসময় আসামী জামিন করার বিষয়ে আদালতের আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সাথে তাদের আলোচনা হয়। এ সময় শ্রমিক নেতা আকবর ও আইনজীবি লিটনের সাথে তর্ক ও পরে তাদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় তিন ঘন্টার অবরোধ ও বিক্ষোভ চলার পর বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) আমিনুর রহমানের চেম্বারে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, আইনজীবী ও শ্রমিক নেতারা আলোচনা বসে বিষয়টি সমোঝোতা করলে আইনজীবী আবুল কালাম আজাদ লিটন প্রকাশ্যে তার ভুলের জন্য ক্ষমা চাইলে বিকেল ৪টার পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফেসবুকে মরহুম (এমপি) বাবার উদ্দেশ্যে লেখা সাবেক এমপি কন্যার হৃদয় বিদারক স্টেটাস!

আমাদের কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর-এমপি গোপাল

মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর বার্ষিক সাধারণ সভা

বীরগঞ্জের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে

রোটারি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস “এওয়ার্ড পেলেন রোটারিয়ান তুহিন

দিনাজপুরে ট্রাক ধা’ক্কায় মেয়ে নি’হত, বাবা আ’হত

বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছে – এমপি গোপাল

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বোদায় ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৪

এই পদযাত্রায় হবে বিজয় যাত্রা –মির্জা ফখরুল ইসলাম আলমগীর