Tuesday , 27 September 2022 | [bangla_date]

পল্লীশ্রীর উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় ফ্রি গাইনী ও মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প

মঙ্গলবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে গাইনী ও মেডিসিন রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবায় চিকিৎসা পত্র সহ ঔষধ বিতরণ করা হয়। এসময় ২৫৯ জন দরিদ্র রোগিকে চিকিৎসা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর এর গাইনী, স্ত্রী রোগ ও প্রসুতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোস্তারিনা বেগম সুমি এমবিবিএস বিসিএস (স্বাস্থ) এবং মেডিসিন সাধারন স্বাস্থ্য সেবা প্রদান করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর এর মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম সিদ্দীক এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য)। স্বাস্থ্য ক্যাম্প পরির্দশন করতে আসেন প্রধান অতিথি রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় ও পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ রাজারামপুর বিরল দিনাজপুর এর অধ্যক্ষ মোঃ আবুবক্কর সিদ্দীক । সম্মানীত অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন রাজারামপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোকারম হোসেন। ক্যাম্পে ডাক্তারগন রোগীদের উদ্দ্যেশ্যে বলেন, সবসময় ডাক্তারের পরার্মশ অনুযায়ী চলবেন এবং নির্দেশনা মোতাবেক নিয়মিত ঔষধ সেবন করবেন, তাহলে দ্রæত সুস্থ্য হওয়া সম্ভব। ডাক্তার ও অতিথিরা সাধারন মানুষদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে করোনা মহামারী থেকে রক্ষায় সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলা আমাদের উচিত। এছাড়া সকলের মাস্ক ব্যবহারে পরামর্শ প্রদান করেন এবং সকলেকেই করোনার টিকা নেয়ার জন্য আহব্বান জানান। ক্যাম্পে আসা রোগীদের উদ্দেশ্যে আরো বলা হয়, বর্তমানে মৌসুমী বায়ুর পরিবর্তন হচ্ছে তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নিজেদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অতিথিরা আরও বলেন, সমৃদ্ধি কর্মসূচীর মধ্য দিয়ে রাজারামপুর ইউনিয়নের সাধারন মানুষকে স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য যে সমস্ত সেবা দেয়া হচ্ছে তা আর অন্য কোন প্রতিষ্ঠান এই ইউনিয়নে দেয় না, তাই তারা পল্লীশ্রী কে ধন্যবাদ জানান। এসময় সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুরের কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ক্যাম্প ও কর্মসূচীর স্বাস্থ্যসহ কার্যক্রম সম্পর্কে আগত অতিথিদের অবগত করেন। ক্যাম্প বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আদিবা শারমিন ও রোজিনা খাতুন এবং স্বাস্থ্য কর্মীসহ ,সমাজ উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ ও পল্লীশ্রী রাজারামপুর ইউনিটের ঋণ কার্যক্রমের ইউনিট ম্যানেজার আবুল কালাম আজাদ ও হিসাব রক্ষক মোঃ মোস্তাকিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ভ্রাম্যমাণ দুধ ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

পীরগঞ্জে সোনালী ব্যংকের সহায়তা প্রদান

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় পৌরসভা প্রথম

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৫-৬ গোলে পীরগঞ্জ ফুটবল একাদশের জয়লাভ

আবারও বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

২০২৫-২৬ অর্থ বছরের জন্য বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষনা

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন