Saturday , 24 September 2022 | [bangla_date]

বজ্রপাত রোধে বোচাগঞ্জে তালবীজ বপন কার্যক্রম শুরু শুভসংঘের

বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালবীজ বপন করেছে কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার বন্ধুরা। এবছর দশ হাজার তালবীজ বপন করা হবে।
শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাট রামপুর সড়ক হতে সুকদেবপুর চৌরাস্তা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে ১ হাজার ৬শ তালবীজ বপন করা হয়।
এর আগে তারা উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী ঘুরে এই তালবীজ সংগ্রহ করেন শুভসংঘের বন্ধুরা।
তালবীজ বপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আফছার আলী, কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, বৈশ্বিকভাবেই আবহাওয়ার চেনাজানা ধরণ বদলে যাচ্ছে।জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবাযুর এই পরিবর্তনে বদলে যাবে আমাদের জীবন যাপন। পানির সঙ্কট তৈরি হবে।
কোনো কোনো অঞ্চল বিপজ্জনক মাত্রায় গরম হয়ে পড়বে এবং সেই সাথে সমুদ্রের পানি বেড়ে বহু এলাকা প্লাবিত হবে। ফলে সেসব জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এসবের অনেক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যার মধ্যে বজ্রপাত অন্যতম। আমাদের দেশে এখন আকাশে মেঘের গর্জন এবং বৃষ্টি শুরু হলেই বজ্রপাত হচ্ছে। ঘটছে প্রাণহানীরমত ঘটনা। টিভি ,রেডিও, অনলাইন নিউজপোর্টল, সংবাদপেত্রর পাতা খুললেই চোখে পড়ছে বজ্রপাতে প্রাণহানীর খবর। আর এই বজ্রপাতে প্রাণহানী কমাতে তালবীজ বপন একটি মহতী উদ্যোগ। বজ্রপাত উচু গাছে বেশী আঘাত হানে। আর তাল গাছ যেহেতু অনেক উচু হয়, তাই বেশী বেশী করে তালবীজ বপন করতে হবে। যাতে করে সব জায়গায় তাল গাছ দেখা যায়। এই তাল গাছ বৃদ্ধি পেলেই বজ্রপাতের মত প্রাকৃতিক দূযোর্গ থেকে রেহাই পাওয়া যাবে।
তিনি বলেন, শুভসংঘের বন্ধুরা যে আজ কাজ করছে তার সুফল হয়তো এখনি পাওয়া যাবেনা, কিন্তু একটা সময় মানুষ শুভসংঘের এই কাজকে সামাজিক আন্দোলনে পরিণত করবে নিজেদের জীবন রক্ষার প্রয়োজনে।
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ,যুগ্ম সাধারণ সম্পাদক আশিক বাবু, দপ্তর সম্পাদক ইয়াছির আরাফাত রাফি,বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ কোষাধ্যক্ষ অর্নি রানী রায়,কার্যকরী সদস্য তাজমুল,বৃষ্টি আক্তার,রাফিয়া আক্তার রিদিকা ,স্বস্তিকা রায়,সৌরভ ইসলাম,আরবার ফাইয়াজ রেহান,দিনাজপুর সরকারি কলেজ শাখার প্রচার সম্পাদক তাহসীন ওয়ারিদ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সর বেহাল অবস্থা নেই কোনো অ্যাম্বুলেন্স চালক

দিনাজপুরে এম আব্দুর রহিম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সকল আদিবাসী হত্যার বিচার দাবীতে দিনাজপুরে মানববন্ধন

সেতাবগঞ্জে ট্রাক, টেংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে হতদরিদ্রের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

বোদা প্রেসক্লাবের কমিটি গঠন নজরুল সভাপতি ও বাবু সম্পাদক পুরনায় নির্বাচিত

লালমনিরহাটে বিমান তৈরি করা হবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনী সদস্যের মৃত্য

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের পানকৌড়ির কলকাকলিতে মুখরিত কুলিক নদীর পাশে এ শিমুলগাছ!

ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাইয়ের সময় মেয়ে বাবা আটক ।