Thursday , 8 September 2022 | [bangla_date]

বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত, জনতা কতৃক ছিনতাইকারী আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগেঞ্জ ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ কাবিরুল ইসলাম (৫০)নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে মোঃ আবু হানিফ (১৭)কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।
এদিকে আহত বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আতাউদ্দিনের ছেলে মোঃ কাবিরুল ইসলামকে উদ্ধার করে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় সনকা হাটে বাজার করে বাইসাইকেল যোগে নিজবাড়ীতে ফিরছিলেন ছয়ঘটি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আতাউদ্দিনের ছেলে মোঃ কাবিরুল ইসলাম। পথে আলহাজ্ব শমসের আলীর লিচু বাগানে সামনে মটর সাইকেল নিয়ে তার গতিরোধ করে দুই তরুন। এ সময় তার কাছে থাকে ২শত টাকা, মোবাইল ও বাই সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুস্কৃতিকারীরা। কিন্তু কাবিরুল ইসলামের প্রতিরোধ করলে তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। আহত অবস্থায় একজনকে জাপটে ধরে চিৎকার করতে করতে দৌড়ে কাছেই সনকা হাটে নিয়ে আসে। এ সময় অপর ছিনতাইকারী মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজন ছিনতাইকারীকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসে। পরে আহত কাবিরুল ইসলামকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বীরগঞ্জ থানায় নিয়ে যায়।
বীরগঞ্জ থানার এসআই মোঃ তানভীর মাহমুদ জানান, আটক ছিনতাইকারী জেলার খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে মোঃ আবু হানিফ (১৭)। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে একটি ভারতীয় তৈরী হিরো মটর সাইকেল এবং একটি ছুরিসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আহত মোঃ কাবিরুল ইসলামের শ্যালক মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর-০৯। তারিখ-০৮/০৯/২০২২ইং। পুলিশ পলাতক এবং ঘটনার সাথে জড়িত আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় ৩৫০ ঘর, স্বপ্ন পুরণ হতে চলছে ভূমিহীন পরিবারগুলোর

দিনাজপুরে কোচিং খোলা রাখায় অর্ধলক্ষ টাকার জরিমানা

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

বীরগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁয়ে মাদক মামলায় পুলিশ কনস্টেবলকে বাঁচাতে চার্জশিটে জালিয়াতি

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

রাণীশংকৈলে মাল্টা কমলায় সাফল্য চাষীদের

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ।

হরিপুরে জাতীয় সংবিধান দিবস পালিত