ইবতেদাযী মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদাযী মাদ্রাসা শিক্ষক সোসাইটি দিনাজপুর জেলা শাখা।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদাযী মাদ্রাসা শিক্ষক সোসাইটি দিনাজপুর জেলা শাখার এক সভা দিনাজপুর শহরের কালিতলাস্থ সোনাপীর দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয। ওই সভা থেকে ইবতেদাযী শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযাযপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয।
স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদাযী মাদ্রাসা শিক্ষক সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ওযাজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয কমিটির সহ-সভাপতি মাওঃ মোঃ হাফিজুর রহমান। সভায় সোনাপীর ইবতেদাযী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রিপন আলী, সহকারী শিক্ষক মোছাঃ খাইরুল নাহারসহ শিক্ষক সোসাইটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষক সোসাইটির সিনিযর সহ-সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান জানান, আমাদের ৮ দফা দাবীর মধ্যে প্রধান দাবিটি মেনে নেযায আমরা গর্বিত ও আনন্দিত।
উল্লেখ্য, স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদাযী শিক্ষক সোসাইটির অন্য ৭টি দাবীর মধ্যে ইবতেদায়ী মাদ্রাসার নিজস্ব ভবন নির্মাণ, প্রাথমিকের ন্যায় ইবতেদায়ী শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, পৃথক অধিদপ্তর করা, উপবৃত্তির ব্যবস্থা করা, টিফিনের ব্যবস্থা ও পৃথক শিক্ষা প্রশাসন গঠন উল্লেখযোগ্য।