Sunday , 16 October 2022 | [bangla_date]

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার (১৫ অক্টোবর ২০২২) বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে টি বি এম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টি বি এম কলেজের সভাপতি ড. প্রকৌশলী মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ফুলবাড়ি বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী শিক্ষা প্রকৌশলী মোঃ গুলজার হোসেন,ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম সরকার, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মোনায়েম মিয়া, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মো. জিয়াউর রহমান জিয়া, ড. প্রকৌশলী মামুনুর রশিদ সায়েন্স এন্ড টেকনোলজি ( পলিটেকনিক) ইন্সটিটিউট এর অধ্যক্ষ এ,কে,ফজলার রহমান,বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মসনদ আলী শাহ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃমাকসুদুজ্জামান সাজু এবং স্বাগত বক্তব্য রাখেন টি বি এম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী।
এর আগে একই ইউনিয়নের কৃষ্ণনগরে ড. প্রকৌশলী মামুনুর রশিদ সায়েন্স এন্ড টেকনোলজি(পলিটেকনিক) ইন্সটিটিউট এর উদ্ভোধনী ফলক উন্মোচন ও বৃক্ষরোপন শেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের ভবনের ২য়,৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল। এসময় চৌধুরীহাট উচবিদ্যালয়ের পক্ষে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয় এবং টি বি এম কলেজ প্রাঙ্গনে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথির সন্মানে মানপত্র পাঠ করা সহ ফুলেল শুভেচছা জানিয়ে অতিথীবৃন্দের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ভুমিহীন-গৃহহীন মুক্ত পঞ্চগড় জেলায় চলছে জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়ন কার্যক্রম

হাবিপ্রবিতে সংঘর্ষ মামলায় বিএনপি নেতা বাদশা কারাগারে

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবনের বহিস্কারাদেশ প্রত্যাহার

বীরগঞ্জের শতগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

হরিপুরে এইচ.এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন  ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

দিনাজপুরে আন্তর্জাতিক কুরআন সম্মেলন ২২ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ছয় দেশের কারী

বীরগঞ্জে টিসিবি পণ্যের বিতরণ উদ্বোধন

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শিক্ষার আলো ছড়াচ্ছে শতবর্ষি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়