Wednesday , 19 October 2022 | [bangla_date]

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জাতীয় যুব হকি প্রতিযোগিতায় দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দল গ্রুপ চ্যাম্পিয়ন

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় দুটি পর্বের মধ্যে (ক) গ্রুপে দিনাজপুর জেলা এবং (খ) গ্রæপে ঠাকুরগাঁও জেলা গ্রæপ চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ক ও খ গ্রুপে রংপুর বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল।
বুধবার (১৯ অক্টোবর ২০২২) বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে চুড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন দুই দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও হকি উ কমিটির আহবায়ক মতিউর রহমান। হকি প্রতিযোগিতা নিয়ে বক্তব্য রাখেন আম্প্যায়ার বোর্ডের চেয়ারম্যান মোকছেদুল।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দুটি জেলা দল ঢাকায় চুড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইলিয়াস আলী খান এডিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মনসুরুল ইসলাম, মো. শাহীন, মো. আনোয়ারুল ইসলাম সুমী, জুলফিকারসহ খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
সঞ্চালনা ও খেলার ধারা বর্ণনায় ছিলেন মো. রফিক।
২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে- ক গ্রæপে দিনাজপুর, রংপুর বিভাগ, কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং খ গ্রæপে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও।
এদিকে রানার্সআপ নির্ধারণী খেলায় অংশ নেয় রংপুর জেলা ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দল। খেলায় ১-০ গোলে রানার্সআপ হয় রংপুর জেলা দল। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. লতিফুর রহমান ও আবু সাঈদ এবং রিজার্ভ আম্পায়ার ছিলেন জাহিদুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে  পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র

বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক গানের জন্য শিল্পী প্রয়োজন

বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

যহ্মায় সর্বোচ্চ ঝুঁঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৭ম

দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা

ফারুক সভাপতি- ডাবলু সম্পাদক পীরগঞ্জে কালব্’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত