Saturday , 8 October 2022 | [bangla_date]

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শহরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উক্ত টুর্নামেন্টে ১৩ উপজেলার ২৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় (বালক দল) ফুলবাড়ী দাদুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্বতীপুর উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং (বালিকা দল) ফুলবাড়ী এলুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পার্বতীপুরের মন্মথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে (বালক দল) পার্বতীপুর উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয় এবং ট্রাইব্রেকারে ৪-২ গোলে (বালিকা দল) ফুলবাড়ী এলুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম।
উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, মোঃ সাইফুজ্জামান, ১৩টি উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজ ফারহানা খেলায় অংশগ্রহণকারী ১৩টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলা পরিচালনা করেন মোঃ মতাহার উল আলম, মোঃ ওবায়দুর রহমান রানা, বিপ্লব তপ্ন, মোঃ বেলাল, মোঃ ফয়জার রহমান, রেফারী সমিতির শ্রী সুজিত ও ডালিম কুমার। খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন মোহাম্মদ রফিক। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও থিম সং পরিবেশিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি। এছাড়াও অতিথিবৃন্দ উভয় দলের খেলায়ারদের সাথে পরিচিত হন এবং কমিটির পক্ষ থেকে অতিথিগণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করলার চাষ দাম বেশি থাকায় কৃষকের মুখে হাসি

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ি ভাংচুর করতে গিয়ে পিতা-পুত্ররে জেল

দিনাজপুরে তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

ঘোড়াঘাটে আঁখ ও সিম গাছের আড়ালে গাঁজার চাষ, চাষী আটক

আটোয়ারীতে ব’জ্রপা’তে ৮টি ঘর পু’ড়ে ছা’ই

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরে পৈতৃক জমির অংশ ও অর্থ আত্মসাৎকারী ভুয়া মুক্তিযোদ্ধা গোলাম মুর্তুজা চৌধুরী রতনের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকান্ডে আইনত পরিত্রান চান আপন সহোদর দু’ভাই কলিং ও পলু !

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত