Tuesday , 4 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত– ৮

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার হোটেলে নাস্তা খাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে আনসার সহ ৮ জন আহত হয়েছেন । ৩ অক্টোবর সোমবার রাতে (সাড়ে ৮টা) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দ নগর এলাকায় ২ অক্টোবর রবিবার বিকেলে একটি খাবার হোটেলে নাস্তা খেতে আসেন এক আনসার সদস্য। এ সময় খাবার দিতে একটু বিলম্ব হলে ঐ আনসার সদস্য হোটেল কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার শার্টের কলার ধরে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। পরদিন ৩ অক্টোবর সোমবার রাতে এক আনসার সদস্য ঐ বিষয়টি নিয়ে কথা বলতে আসলে হোটেল কর্মচারী ও আনসার সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা শোনার পর আনসারের প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য লাঠিসোটা নিয়ে হোটেল কর্মচারী সহ স্থানীয় পথচারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং ৮ জনকে ক্যাম্পে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুদ রানা নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি বসে পত্রিকা পড়ছিলেন, এ সময় আনসার সদস্যরা তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং তার কোন কথা না শুনেই তাকে ক্যাম্পে তুলে নিয়ে যায়, এবং সেখানেও তার উপর অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনায় তার ওপর নির্যাতন চালানো আনসার সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন তিনি। ৯ নং– ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার জানান, উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে আনসার সদস্যরা লাঠিচার্জ করলে তিনিও আহত হন। পরে আনসারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আটককৃতদের ছাড়িয়ে আনা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও – ১ আনসার ব্যাটালিয়ন সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, ক্যাম্পে তুলে নেয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে । এ ঘটনায় এক আনসার সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত

বীরগঞ্জে এবার ১৬১টি মন্ডপে দূর্গা পূজার সকল প্রস্তুতি চলছে

ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তির শিশু সমাবেশ

খানসামায় নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত

পীরগঞ্জে বড়দিন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বাংলাদেশের অর্থনীতি এখনো সমৃদ্ধ —বোচাগঞ্জ ও বিরলে নৌ প্রতিমন্ত্রী