Friday , 21 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরিক্ষায় নকল সরবরাহ আটক চার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়নকর্মী নিয়োগ পরিক্ষায় নকল সরবরাহের অভিযোগে স্কুলে শিক্ষক পিয়নসহ চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা চলাকালিন সময়ে নকল সরবরাহের সাথে জড়িত থাকায় তাদের আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির ও পুলিশ জানায়, পরিক্ষা চলাকালিন সময়ে স্কুলের অফিস সহায়ক জহিরুল ও দীপ্তি রানী নকলের একটি কাগজের চিরকুট পরিক্ষার্থী সফিকুল ইসলামকে দিলে এসময় অন্যান্য পরিক্ষার্থীরা চেচামেচি করলে দ্রুত হলরুমে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্কুল কর্তৃপক্ষ।

এসময় ১৩০ নং পরিক্ষা কক্ষে দায়িত্বরত সদরের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল পরিক্ষার্থীর ব্যবস্থা না নিয়ে উল্টো নকল ছিড়ে ফেলে দেয়। অন্যদিকে ২০৭ কক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল কেন্দ্র পরির্দশক হিসেবে দায়িত্ব থেকেও ব্যবস্থা নেননি। এমন অভিযোগের ভিত্তিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল ও ফারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরিক্ষার্থী সফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্কুলের আয়া পলাতক রয়েছে দীপ্তি রানী।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেয়ার কথা জানান।

এব্যাপারে সদর থানার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সমাজসেবা অধিদপ্তরের (ইউনিয়ন কর্মী) নিয়োগ পরিক্ষা চলাকারিন স্কুলের দুই পিয়ন নকল সরবাহের অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে পিয়ন জহিরুল, পরিক্ষার্থী ও দায়িত্বে থাকা দুই শিক্ষককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

ঠাকুরগাঁওয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী আগা খাঁনের পাল্টা সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বালিয়াডাঙ্গীতে “মিরাজ”নামে দু’টি ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন, ভ্রাম্যমান আদালত

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে  দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮জন গ্রেপ্তার

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

‘বন্ধুরা বাবার হাত ধরে স্কুলে আসে, দেখে আমার খুব কষ্ট হয়’

ঠাকুরগাঁওয়ে ‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটক মঞ্চায়ন