Thursday , 6 October 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ‘চায়ের উৎপাদনশীলতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক পরামর্শক সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ভাল পাতা, ভাল চা ও ভাল দাম এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘চায়ের উৎপাদনশীলতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহানন্দা কটেজের সেমিনার কক্ষে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং ইকো সোস্যাল ডেভলপম্যান্ট অর্গানাইজেশন ইএসডিও যৌথ উদ্যোগে দিনব্যাপী এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রাজা হাসান, প্রজেক্ট এডভাইজার মুসলিম উদ্দিন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ শহীদ উজজামান প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রামের ব্রোকার হাউজের ইউনিটি ব্রোকারস লিমিটেডের মাহমুদ হোসাইন মুরাদ, পূর্ববাংলা ব্রোকারস লিমিটেডের আমানত হোসাইন, শায়ের আকবর হোসাইন, ন্যাশনাল ব্রোকারস লিমিটেডের মোহাম্মদ শাহাজাহান, আব্দুল্লাহ আল মামুন, কেএস ব্রোকারস লিমিটেডের এএসএম শহীদুল্লাহ শাহজাহান, মৈত্রী চা কারখানার মালিক নেওয়াজ চিশতী, পপুলার টি ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসাইন, গ্রীণ টি কারখানার ম্যানেজার মঞ্জুরুল হক মঞ্জু, ক্ষুদ্র চা চাষিসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ।

সভায় চায়ের ভালো দাম পেতে হলে ভালো চা উৎপাদনে কী কী করণীয় তা আলোচনা করা হয়। এ জন্য প্রথমে চা বাগানে চা চাষিদের ভালো মানের চা উৎপাদন করতে হলে তাদেরকে সে বিষয়ে প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। বিগত দুই দশকে পঞ্চগড়-ঠাকুরগাঁও অঞ্চলে চা শিল্প বিপ্লবে আর্থ-সামাজিক পরিবর্তন ঘটেছে। বর্তমানে চা চাষিদের যে অভিযোগ, চা পাতার দাম নেই। আসলে ভালো পাতা, ভালো চা আর ভালো দাম পেতে হলে চা চাষের যে পদ্ধতি রয়েছে, সে পদ্ধতি অনুযায়ী চা উৎপাদন করতে হবে।

আয়োজক ইএসডিও জানায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং ইকো সোস্যাল ডেভলপম্যান্ট অর্গানাইজেশন ইএসডিও’র যৌথ উদ্যোগে ‘টি ভ্যালুচেইন প্রকল্প’ বাস্তাবায়িত হচ্ছে। এ প্রকল্পটি পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার প্রায় ১০ হাজার ক্ষুদ্র ও মাঝারি চাষিদের নিয়ে ভালো পাতা, ভালো চা ও ভালো দাম পাওয়ার ক্ষেত্রে করনীয় নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

পার্বতীপুরে মুক্তিযুদ্ধকালীন বীরগাঁথা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী

রাণীশংকৈলে কেউ খোঁজ রাখেনি প্রভাষকের

ঠাকুরগাঁওয়ে অটো রিক্সায় এলইডি লাইট ব্যবহারে অহরহ ঘটছে দূর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আস্ত বাড়ি তৈরি

জামিন মেলেনি পরীমণির, কারাগারে পাঠানোর নির্দেশ

ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিতে শোক বহি উন্মোচন ও দোয়া মাহফিল

বোচাগঞ্জে গরুচোর সন্দেহে ৪জনকে গণ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা