Monday , 10 October 2022 | [bangla_date]

দিনাজপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন

৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় এবং মমতা পল্লী উন্নয়ন সংস্থা (এমপিইউএস) দিনাজপুরের আয়োজনে তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক শীর্ষক অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শহরের মডার্ণ মোড়ে সকাল ১০টায় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোট এর জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলফাজ আলী, আপন নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা মনিষা মহসিন, বিবিডিএস এর নির্বাহী পরিচালক ডিএসএম জিল্লুর রহমান, এবিএসডির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রত্যয় মহিলা উন্নয়ন সমিতির সাধারন সম্পাদিকা ফেরদৌসী বেগম, মির্জাপুর নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মর্জিনা খাতুন তনু, সুরভী মহিলা উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদিকা নাজ বেগম, এমপিইউএস এর হিসাব রক্ষক সেলিম রানা, দিনাজপুর রবিদাস উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক অশোক রবিদাস, সহ-সভাপতি লিখন রবিদাস, কোষাধ্যক্ষ রতন রবিদাস, সদস্য লক্ষন, সুমন প্রমুখ। অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইনে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকায় ৮.১ এ বলা হয়েছে তামাকজাত দ্রব্য উৎপাদনকারী ও বিক্রেতা উভয়কেই বাধ্যতামূলক লাইসেন্সের আওতায় আসতে হবে। এছাড়া প্রতি বছর নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে আবেদনের মাধ্যমে উক্ত লাইসেন্স নবায়ন করতে হবে। লাইসেন্সিং ব্যবস্থা কার্যকর করার অর্থ শুধু বৈধ প্রদান নয়, তামাক ব্যবহারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তামাকজাত দ্রব্য বিক্রেতার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং মনিটরিং কার্যক্রম আরও গতিশীল হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়ার উদ্যোগে ইফতার বিতরণ

ঠাকুরগাঁওয়ে খাবারের অভাবে সেহেরি খেতে পারেনি রোজাদাররা!

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

ঠাকুরগাঁওয়ে দেড়মাস অনশন করে বিয়ে করলেন প্রেমিক যুগল

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণের উদ্ধোধন

রাণীশংকৈল পৌরসভায় আধুনিক গণশৌচাগার ও কসাইখানার উদ্বোধন!

বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয়, আমলাতান্ত্রিক সরকার মন্তব্য মির্জা ফখরুলের

দেবীগঞ্জে দুই শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে প্রশিকা

বোচাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়