Sunday , 23 October 2022 | [bangla_date]

দিনাজপুরে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুরে রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতায় ৫টি স্বর্ণ পদক, ৪টি রৌপ ও দু’টি তা¤্র পদক পেয়ে শিরোপা অর্জন করেছেন বিজিবি ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়ন। ৫টি স্বর্ণ পদক ও একটি তা¤্র পদক পেয়ে রানার আফ হয়েছেন লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন।
এছাড়াও বিজিবি ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়নের সিপাহী মোহাম্মদ সোহাগ গাজি শ্রেষ্ঠ নবীন খোলোয়াড় ও ঠাকুরগাঁও ব্যটালিয়নের সিপাহী রনী বিপ্লব শ্রেষ্ঠ প্রবীন খোলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার সেক্টর সদরদপ্তর দিনাজপুরের পরিচালনায় ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি জানায়, গত ১৬ অক্টোবর থেকে ফুলবাড়ী ২৯ব্যাটলিয়নের সদর দপ্তরের প্রশিক্ষন মাঠে রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়নের এ্যাথলোটিক্স প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতায় রংপুর রিজিয়নের ১৫টি ব্যাটালিয়নের খোলোয়াড়গণ অংশ গ্রহন করেন।
রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলোটিক্স প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড় ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।
রোববার বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি। এছাড়াও বক্তব্য রাখেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইয়াছির জাহান হোসেন, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান প্রমুখ।
শেষে বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ থানায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন

হরিপুরে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

বীরগঞ্জে গীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পীরগঞ্জে কর পক্ষের উদ্বোধন

চিরিরবন্দরে পানির অভাবে আমন চাষিরা বিপাকে

মধ্যরাতে নানা দাবী নিয়ে হাবিপ্রবির ভিসির বাসভবনের সামনে ছাত্রীরা

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মিষ্টি বিনিময় ও আলোচনা সভা

নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত