Wednesday , 12 October 2022 | [bangla_date]

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রোজোয়ান সাদ্দামের (২৬) মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
গতকাল বুধবার বিকাল ৩টায় এই রায় দেন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত সাদ্দাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর সোনামুড়ি গ্রামের হারুন-উর রশিদের ছেলে। তার স্ত্রী নিহত লায়লা খাতুন একই উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ সাবজান মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী তৈয়বা বেগম বলেন, স্ত্রী হত্যার দায়ে আসামি সাদ্দামকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এই ঘটনায় সর্বোচ্চ রায় প্রদান দিয়েছেন আদালত। এই রায় যেন দ্রæতই কার্যকর করা হয় এটাই প্রত্যাশা করবো। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে লায়লা ও সাদ্দামের বিয়ে হয়। এই সময় বিয়েতে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দেন লায়লার পরিবার। কিন্তু বিয়ের পর থেকেই সাদ্দাম আর টাকার জন্য স্ত্রীকে মারধর করে। ২০১৬ সালের ১০ জুলাই স্বামীকে নিয়ে বাবার বাড়ি যান লায়লা। পুনরায় ৮০ হাজার টাকা যৌতুক দাবি করে স্বামী। যৌতুক না পেয়ে স্ত্রীকে বাবার বাড়িতে রেখেই চলে আসে। পরে স্থানীয়দের মীমাংসায় ওই বছরের ২৩ জুলাই স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যায় স্বামী। ২৫ জুলাই লায়লার বাবা সাবজান মিয়া জানতে পারেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পর দিন নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় স্বামী রোজোয়ান সাদ্দাম ও তার বাবা-মা, ভাই-ভাবিসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহাসানুর রহমান অন্যান্য আসামিদের অব্যাহতি দিয়ে স্বামীকে প্রধান আসামি করে অভিযোগপত্র দেন।
মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক শরীফ উদ্দিন আহমেদ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দিনাজপুর জেলার সরকারী আইন কর্মকর্তাবৃন্দ

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সমবায় সমিতির শীতবস্ত্র বিতরণ

বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা

পীরগঞ্জে অবৈধ ভাবে ডাক্তার পদবী ব্যবহার করায় এক লক্ষ টাকা জরিমানা

বীরগঞ্জে ১০ লাখ টাকা ব্যয়ে পাবলিক টয়লেটের উদ্বোধন

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সভা

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু

বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান–হাবিপ্রবি ভিসি