হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় হরিপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল এর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হরিপুর মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,
সরকারি মোসলেমউদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন,বাংলাদেশ সহকারি শিক্ষা অফিসার কেন্দ্রীয় কমিটির সভাপতি এম.এ.এস রবিউল ইসলাম সবুজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মোতাহারা পারভীন সুমি প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















