Sunday , 23 October 2022 | [bangla_date]

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের সংবাদ সম্মেলন আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পরাজয়ের কারণ তারই ছোট ভাই

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমান পরাজিত হওয়ায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ। গত শুক্রবার দুপুরে নিজেকে জেলা পরিষদ নির্বাচন কমিটির আহবায়ক দাবি করে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক। তিনি আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর ছোট ভাই। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হেরে যাওয়ার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দকে দায়ী করেন। ওই সংবাদ সম্মেলনের জবাবে গত শনিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক মিথ্যা তথ্য দিয়েছেন বলে উল্লেখ করে বক্তারা বলেন অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হেরেছেন তার ছোট ভাইয়ের কারণে। গত জেলা আওয়ামীলীগের কাউন্সিলে তারা আপন দুই ভাই সভাপতি পদে প্রার্থী ছিলেন। তাদের মধ্যে সুসম্পর্ক থাকলে তারা উভয় একই পদে প্রতিদ্ব›িদ্বতা করত না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব। তিনি বলেন সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানের ছোট ভাই অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে ভোটারদের কাছে ভোটের জন্য দেয়া অর্থ মামলা ও পেশি শক্তির ভয় দেখিয়ে ফেরত নিয়েছিলেন। তা এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে। জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামীলীগের মনোনিত মোটর সাইকেলের প্রার্থী আবু তোয়বুর রহমানের পক্ষে কাজ করে গেছেন। এ কারণে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খুব অল্প পরিমাণ ভোটে হেরেছেন। তিনি যে ২৩১টি ভোট পেয়েছেন তা দলীয় কল্যাণে পেয়েছেন, তার ব্যাক্তি ইমেজে নয়। তিনি আরও বলেন, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক দলের একজন সিনিয়র নেতা হয়ে দলীয় সভানেত্রীসহ সকলের সিদ্ধান্তের বিরুদ্ধে তার বক্তব্য সংগঠনের দলীয় শৃংখলা পরিপন্থি। দলীয় নেতাদের বিরুদ্ধে দেয়া বক্তব্য মিথ্যা দাবী করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সারোয়ার বকুল, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাকের আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়াম্যান কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমূখ। এসময় পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। এসময় আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে  একজনের মৃত্যু

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

আওয়ামী লীগ সরকার উন্নয়নশীল সরকার ..রেলপথমন্ত্রী- এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

এক মাস পেরিয়ে গেলেও বই পায়নি হিলির শিক্ষার্থীরা

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে

বাংলাবান্ধায় মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশনের শুভ উদ্বোধন

হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আটোয়ারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন

মহানন্দায় পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের অবস্থান কর্মসূচি