Friday , 28 October 2022 | [bangla_date]

পেশাজীবী নারীদের নিয়ে দিনাজপুর মহিলা পরিষদের মতবিনিময় সভা

‘‘সংগঠনের শক্তি সংহত করি: সংগঠকের অসা¤প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি” এই প্রতিপাদ্য সামনে রেখে সাংগঠনিক পক্ষ উপলক্ষ্যে বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পেশাজীবী নারীদের নিয়ে এক মত-বিনিময় সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে বিশাল নারী শ্রমিকগোষ্ঠীর শ্রমের অবদান। অর্থনীতির চাকা মূলত তারাই ঘোরাচ্ছে কিন্তু পেশাজীবী নারীরা তাদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকেন আর এই কারণে তারা তাদের কর্মক্ষেত্রে এবং ব্যক্তিজীবনে পিছিয়ে পড়ছেন। এখনও নারীর জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও নারীর প্রতি বৈষম্যমূলক আচরন ও সহিংসতা এখনও বিদ্যমান। এখনও কর্মক্ষেত্রে বেতন বৈষম্য,পদবীর ক্ষেত্রে নারীরা পুরুষের সমান অধিকার ভোগ করেন না। একজন মানবসন্তান হিসেবে নারীর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা আছে তার পূর্ণ বিকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি সম্ভব। কর্মক্ষেত্রে নারীর এই উত্থান অগ্রযাত্রা যা কি না সমাজ প্রগতির চাকাকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। নারীর পেশাদারী দক্ষতা জোরদার করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টাই দেশ ও জাতির উন্নয়নকে ত্বরান্বিত করবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতী ঘোষ, সুমিত্রা বেসরা, নুরুননাহার ইরা, প্রচার সম্পাদক জেসমিন আরা, সদস্য গোলেনুর বেগম, কবিজান, শিবানী উড়াও। পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ খাদিজা নাহিদ ইভা, শিক্ষক মিরজা শাপলা, সাংবাদিক তনুজা শারমিন তনু, সিনিয়র নার্স অনন্দিতা মুর্মু, হস্তশিল্পী অঞ্জণা কর্মকার, নারী উদ্যোক্তা নূর নাহার হীরা, সুপ্রীতি গোস্বামী, শিক্ষানবিশ আইনজীবী রাবেয়া খাতুন রানু, গার্মেন্টস্ কর্মী ফরিদা পারভীন প্রমুখ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে একক গৃহের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রাণীশংকৈল জাতীয় কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

চিরিরবন্দরে পানির অভাবে আমন চাষিরা বিপাকে

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: বিএনপি’র প্রার্থীর প্রচারনায় বাঁধা, হয়রানী, গ্রেফতার মিথ্যা মামলার অভিযোগ সংবাদ সম্মেলনে

ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের অনুসারিরা ষড়যন্ত্রে লিপ্ত ……….কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকের টাকা ছিনতাই

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

বোদায় প্রাক্তন খেলোয়ারদের পুনর্মিলনী অনুষ্ঠিত

হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন