Saturday , 1 October 2022 | [bangla_date]

প্রবীণ দিবসের র‌্যালীর উদ্বোধনকালে জেলা প্রশাসক অবিলম্বে প্রবীন ব্যাক্তিরা সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় সহযোগিতায় আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং শ্রেষ্ঠ মমতাময়ী ও মমতাময় সম্মাননা পদক প্রদান করা হয়।
সকাল ১০ টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদস্যরা জেলা প্রশাসকের আলোচনা সভায় অংশগ্রহন করে। আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ এম এ জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ পিপিএম-সেবা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার মোঃ সামিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, মাহাতাব উদ্দীন খান, অধ্যক্ষ ইসমাইল হোসেন। বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীণ বান্ধব সরকার। প্রবীণদের জন্য বর্তমান সরকার বয়স্ক ভাতা চালু করেছেন। এছাড়া জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩ ও পিতা-মাতার ভোরণ-পোষন আইন-২০১৩ পাশ হয়েছে। কিন্তু প্রবীণদের দীর্ঘদিনের দাবী পৃথক প্রবীণ মন্ত্রনালয় আজ পর্যন্ত হয় নাই। প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, অবিলম্বে প্রবীন ব্যাক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমান হিসেবে ১ কোটি ৫৩ লাখ প্রবীণদের মূল্যায়ন করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করছেন। সভা শেষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতার পুরষ্কার ও মমতাময়ী পদক নাজমা মসির, মমতাময় পদক হাসান মোঃ বদরুদোজ্জা মুক্তিচৌধুরী, শামসুদ্দীন আহম্মেদকে প্রদান করা হয়। সঞালকের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আনন্দ ভুবনে সুইমিংপুল উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে করোনায় নারীর মৃত্যু, মোট-মৃত্যু-৩২জন

বীরগঞ্জে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষ নিহত ১ আহত ২

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা ও শিশু শ্রম প্রতিরোধে সামাজিক জাগরণ-হান্ড্রেড হিরোজ ফলোআপ

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ভ‚মিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের দাবিতে সংবাদসম্মেলন

পীরগঞ্জে যুবলীগ নেতা আপেলের রোগমুক্তি কামনায় দোয়া

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা

নানা আয়োজনে দিনাজপুরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী