Monday , 17 October 2022 | [bangla_date]

ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তির শিশু সমাবেশ

দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার বলেছেন, ফুলের কুঁড়ি ফুটবার আগে আমাদেরকে সর্বত্র সুন্দর পরিবেশ গড়ে দিতে হবে। যে পরিবেশে সত্যি সত্যি এ ফুলকুঁড়িরা সুবাসযুক্ত ফুল, খুব দর্শনীয় ফুল হিসেবে প্রকাশ পাবে আমাদের মাঝে তথা এ সমাজের মাঝে। যাদের মাধ্যমে আবার এ দেশ-সমাজ বিকশিত হবে।
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪ যুগ পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর সমাপনী দিবসে বিশাল শিশু সমাবেশ-পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর লোক ভবনে ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক আবরারুল হক। আরও বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শামীম কবির, প্রবাসী ইমপ্রেস এন্ড বেভারেজ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব এসএম মশিউর রহমান, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের ক্লাব অ্যাফেয়ার্স সম্পাদক সুলতান মাহমুদ রুপশ। দিনাজপুর ফুলকুঁড়ি আসরের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর আইন কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট আবু তালেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দিনাজপুর ফুলকুঁড়ির কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, সাংস্কৃতিক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, সাবেক পরিচালক মাহফুজুর রহমান প্রমুখ। শিশু সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, দিনাজপুর ফুলকুঁড়ি আসরের পরিচালক আব্দুল্লাহ আল হুসাইন। সহকারী পরিচালক কামরুজ্জামান সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর ফুলকুঁড়ি আসরের প্রচার সম্পাদক আল আমীন ইসলাম, খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক আল আমীন ইসলাম নাঈম, সাংস্কৃতিক সম্পাদক আল তাহবীর সিফাত, ফুলকুঁড়ি বিজ্ঞানচক্র পরিচালক রিফাত হোসেন, অগ্রপথিক শিবলী, রাগেব রওনক রাকিব, পদ্মকুঁড়ি আসরের পরিচালক সাদমান আল আফনাফ প্রমূখ। এ সময় ইতোপূর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ফুলকুঁড়ির ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দীর্ঘদিন পর ফুলকুঁড়ির এমন প্রাণচ্ছল আয়োজন দর্শকদের মন কাড়ে। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে- নিয়াজ রহমান রিশাদ, রাফাত, রিফাত, শিশির আমীন, মাহমুদ হাসান মুনির, সানোয়ার হোসেন, আজমাইন অয়ন, ওয়াসিম, হাসানুল বান্না আদিল, হামি আবরার হক মোল্লা হিত্ত¡ান, তৌফিক, কাওসার আলী, সিয়াম, অফুরন্ত, মাসুম, জেবা, জীম, ফাইজা, তিশা, মানহা, মাইরা, মৃত্তিকা, পিহু, এলিজা, মালিহা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

হিলি দিয়ে আলু আমদানি শুরু

৫৮ তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইডেনে গেলেন ডা.ডিসি রায়

বীরগঞ্জেে দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার পদশূন্য, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

ঠাকুরগাঁওয়ে উদীচীর গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জিয়া হার্ট ফাউন্ডেশনে শিল্পপতি আহসান হাবীব এর সহ-ধর্মিনী নাসরিন আক্তার প্যাট্রন সদস্য হলেন

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে  প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ  আলীর শোক সভা

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ আলীর শোক সভা

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে পোল্ট্রি ফার্মে আগুন, পুড়ল ২ হাজার মুরগি

কমিউটিনিটি ক্লিনিকে সেবা নিশ্চিতে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে স্টেকহোল্ডার সভা