Monday , 24 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে পল্লীশ্রী’র দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নারীদের কর্ম দক্ষত হিসেবে গড়ে তোলার লক্ষ্য পল্লীশ্রী কর্তৃক দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর -২০২২) সকালে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি -প্রকল্প এর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড -জার্মানির সহযোগিতায় বীরগঞ্জ পৌরসভা ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের সিবিও আদর্শ গ্রাম ও নারী ক্লাবের ২০ জন সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় দলীয় নেতাদের সেসন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। ২৩ ও ২৪ অক্টোবর’২০২২ দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সকল কর্যক্রম সার্বিক পরিচলনার দায়িত্বে ছিলেন পল্লীশ্রী ‘র প্রোগ্রাম অফিসার শাহিন আকতার ও পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মো.সৈয়দ আলী। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত