Friday , 14 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে মোছাঃ সালমা খাতুন (৬৫)নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মোছাঃ সালমা খাতুন উপজেলা ভোগনগর ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর স্ত্রী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর দুপুর ১২টায় নিজবাড়ীর পাশে পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে সকলের অজান্তে বাড়ী হতে বেড়িয়ে যায় মোছাঃ সালমা খাতুন। পরিবারে লোকজন তাকে বাড়ীতে দেখতে না পেয়ে খোঁজাখুজির শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ীর পাশে পুকুরে মৃত অবস্থায় উদ্ধার করে তাকে।
ভোগনগর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং শারিরিক ভাবে দুর্বল ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত