Sunday , 16 October 2022 | [bangla_date]

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ আগামী ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।
কেন্দ্রিয় কৃষক দলের সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক ফজলে আলম শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান সরকারকে বিদায় দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এবং দেশের মানুষ আজ কঠিন সংকটে রয়েছে। দেশের প্রতিটি সংকটময় মুহুর্তে বিএনপি সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। তাই তো বিএনপির এত জনপ্রিয়তা। আগামী ২৯তারিখে প্রমাণ হবে একমাত্র বিএনপিই গণ মানুষের জনপ্রিয় রাজনৈতিক দল।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের উদ্দ্যোগে ঐতিহ্যবাহী ‘দধি-কাদো’ খেলা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ

আটোয়ারীতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

বিরলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র রংপুর বিভাগীয় মত বিনিময় সভা

পীরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে ১৭জুনের রিপোর্টে নতুন করে করোনায় ১৭ জন আক্রান্ত

বীরগঞ্জে মারধর ও ভাংচুর মামলা প্রত্যাহারের দাবিতে বাদীর সংবাদ সম্মেলন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন