Monday , 3 October 2022 | [bangla_date]

মহাঅষ্টমীর তিথিতে ঠাকুরগাঁওয়ে জুড়ে ছড়িয়েছে দুর্গা উৎসবের আমেজ !

মোঃ মজিবর রহমান শেখ,,
মহাষষ্ঠী তিথির মধ্য দিয়ে গতকাল দেবী দূর্গাকে মর্ত্যে বরণ করার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সুচনার পর। আজ মহাঅষ্টমীর প্রভাতে ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যর মধ্যমে কলাবউ স্নান ও দশভুজা দুর্গা মা’কে সপরিবারে তিথি বিহিতপূজা শুরু হয়েছে বারহাট্টার প্রতিটি মণ্ডপে মণ্ডপে। আজ ৩ অক্টোবর সোমবার মহাঅষ্টমী তিথিতে নবপত্রিকা প্রবেশের পরই দর্পণে দেবীকে মহাস্নান করিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে মাকে পূজা করা হবে। এছাড়াও ধূপ-ধুনো,বেল-তুলসী, আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ষোড়শ উপচারে আর্থাৎ ১৬টি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করবেন ভক্তরা। শাস্ত্র মতে, সপ্তমী পূজার কিছুটা ভিন্নতা থাকলেও সকল পূজার অনুরুপ খাদ্য উপকরণ, পূজা উপকরণ, খাদ্য উৎসর্গ ও পোশাক পরিচ্ছেদের প্রয়োজন হয়। পূজার উপকরণ সাজিয়ে সপ্তমী পূজার নির্ধারিত মন্ত্র পাঠের মাধ্যমে সপ্তমী পূজা করা হয়। দুর্গা দেবীর ধ্যান মন্ত্রে ধ্যান করা হয়। দেবী দুর্গাসহ প্রতিমা সমূহের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষু দান প্রভৃতি করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ হাট সার্বজনীন দুর্গা মন্দির, ঢোলারহাট সার্বজনীন দুর্গা মন্দির, ফাড়াবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, বৈলদিয়া সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মণ্ডপগুলোতে ঘুরে দেখা যায়, প্রতিটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত পূজারী ও ভক্তরবৃন্দরা। রামনাথ হাট পূজার আয়োজকরা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে সপ্তমী পূজা উপলক্ষে সন্ধ্যায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, আরতি সহ নানা অনুষ্ঠান হবে।
রুহিয়া থানা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন বলেন, আজকে মহা অষ্টমীর তিথির মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে পূজা উৎযাপন করছি। কোন অপ্রতিকর ঘটনা রুখতে আইনশৃঙলার পাশা থানা আওয়ামী লীগ সোচ্ছার রয়েছে। ঠাকুরগাঁও সদর পূজা উদযাপন কমিটর নেতারা বলেন, সকল কুচক্রী এবং অশুভ শক্তি বিনাশ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারি এটাই আমাদের প্রার্থনা। তারা আরও বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ শ্লোগানে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে পূজার আনন্দকে আমরা হিন্দু-মুসলিম সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আমদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ টহলে বয়েছে, এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমি নিজে প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে তদারকি করছি। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব যেন, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎযাপন হয় সেলক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইছামতি নদীতে ইরি-বোরো চাষ,সংস্কার করা না হলে হারিয়ে যাবে নদীটি

গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উন্নয়ন ও সমৃদ্ধি চাইলে নৌকায় ভোট দিন-চেয়ারম্যান হেলাল

বীরগঞ্জে ডাচ বাংলা ব্যাংক উদ্বোধন

পার্বতীপুরে রেললাইনের পাশে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিরলে অবৈধভাবে সার মজুদ এবং বেশি দামে সার বিক্রয় অপরাধে এক লাখ টাকা জরিমানা

বোচাগঞ্জ থানায় ৫ জুয়াড়– আটক

রংপুর বিভাগীয় রোডমার্চ দিনাজপুর যাত্রায় বিএনপি মহাসচিব এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়-মির্জা ফখরুল

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ গবিন বর্মনের মৃত্যু

জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা