Wednesday , 19 October 2022 | [bangla_date]

হাবিপ্রবি ক্যাম্পাসে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

“তরুনদের বাস্তসংস্থান বান্ধব অনুশীলনে আহবান জানিয়ে জলবায়ু বির্র্পযয় হ্্রাস করা“ প্রতিপাদ্যকে সামনে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অকোটাবর পর্যন্ত দিনাজপুরে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী আর্ন্তজাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২২।
১৯ অক্টোবর বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলানায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের হাবিপ্রবি শাখা‘র সভাপতি ইরফান ফরিদ পলক। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে “হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা“ ( এইসএসটিইউ মডেল ইউনাইটেড নেশনস) এর উদ্দ্যোগে দেশি-বিদেশি প্রায় ২৩টি বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন। আর্ন্তজাতিক এই সম্মেলনটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে“তরুনদের বাস্তসংস্থান বান্ধব অনুশীলনে আহবান জানিয়ে জলবায়ু বির্র্পযয় হ্্রাস করা“। এ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন দেশের আগত প্রতিনিধি ও শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৬টি উপ-কমিটির সদস্যরা সমাধান কল্পে আলোচনা পর্যালোচনার মাধ্যমে বিকল্প সমাধান খুঁেজ বের করবে এবং রেজুলেশন তৈরী করে তা উপস্থাপন করবেন।
লিখিত বক্তব্যে আরো জানান,মডেল ইউনাইটেড নেশনস বা প্রতিকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই অনেক গুরুত্বের এই সম্মেলন আয়োজিত হয়ে থাকে। হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা আয়োজিত জাতিসংঘ কনফারেন্সের এই মহা আয়োজনে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান,বিভিন্ন ডেলিগেট এ্যাওয়ার্ড প্রদান,কালচারাল সিরমনি,গ্লোবাল ভিলেজ,গ্রান্ড ডিনার,সারপ্রাইজিং ইভেন্টসহ আরো বিবিধ চমক।
এছাড়াও এ সম্মেলনে জাতিসংঘের সাধারন পরিষদ,নিরাপত্তা পিরষদ এবং এর বিশেষায়ত কমিটির কার্য্যক্রম অনুষ্টিত হবে। এবং নির্ধারিত বিষয়ের উপর ঐক্যমতের ভিক্তিতে সিদ্ধান্ত গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন ছায়া জাতিসংঘ সংস্থা হাবিপ্রবি শাখার ট্রাষ্টি র্বোড মেম্বার মো: মারুফ হাসান, ছায়া জাতিসংঘ সংস্থা হাবিপ্রবি শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত,সহকারী সা: সম্পাদক তাসনিমুল বাসার খান রাতুল,মিডিয়া এন্ড পাবলিকেশন প্রধান আব্দুল্লাহ আল মুবাশ্বির।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া (জাকা) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে শুভেচ্ছা

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধা তাজু ২০বোতল ফেন্সিডিলসহ আটক।

২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি

বীরগঞ্জে খরায় ঝরে পড়ছে লিচুর গুটি, ফলনে বিপর্যয়ের শঙ্কা

চিরিরবন্দরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আটক

হরিপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ

অবৈধ মুঠোফোন বন্ধ হবে এপ্রিলের মধ্যে

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই ‘দরবেশ বাবা’ তথা ইয়াসিন

বাংলাবান্ধা স্থল বন্দরে ভারসাম্যহীন নারীকে   গণর্ধষণ। আটক ৪ ট্রাক  ড্রাইভার

বাংলাবান্ধা স্থল বন্দরে ভারসাম্যহীন নারীকে গণর্ধষণ। আটক ৪ ট্রাক ড্রাইভার

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা