Monday , 17 October 2022 | [bangla_date]

১৫তম বিসিএস ক্যাডারের ৪০ জন যুগ্ম সচিব-উপসচিব সহ বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্তজিউ মন্দিরে রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে সম্মাননা প্রদান

দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের প্রাচীন তীর্থভুমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন ১৫তম বিসিএস ক্যাডারের ৪০জন যুগ্ম সচিব-উপসচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের, বিভিন্ন সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
গত শনিবার বিকেলে শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে তারা এলে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রণজিৎ কুমার সিংহ তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। তারা মন্দিরের চারপাশে ঘুরে দেখেন এবং শ্রী শ্রী কান্তজিউ মন্দিরের বর্তমান কার্যক্রম সম্পর্কে এজেন্টদের সাথে কিছুক্ষন মত বিনিময় করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান ও কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান উপস্থিত ছিলেন। এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল, ট্রাস্টি দিনাজপুরের জেলা প্রশাসকের সার্বিক পরামর্শে আমরা মন্দির কমিটির সদস্যরা কার্যক্রম সুষ্ঠভাবে পরচিালনা করে আসছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও