Wednesday , 9 November 2022 | [bangla_date]

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

হাকিমপুর প্রতিনিধি\দিনাজপুরের হাকিমপুরে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আহাদ নামে একজনের মৃত্যু হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি খাসমহল হাটে মুড়ির দোকানে এ ঘটনা ঘটেছে।
আব্দুল আহাদ (২৩) হাকিমপুর উপজেলার মালেপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হিলি খাসমহল হাটে মুড়ির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, মুড়ির দোকানদার আহাদ দীর্ঘদিন ধরে হাকিমপুরের হিলি খাসমহলহাটে মুড়ির ব্যবসা করতেন। কিছুদিন থেকে বিড়াল ও ইঁদুর তার দোকানে মালামালের ক্ষতি করছিল। বিভিন্নভাবে ওষুধ দিয়েও কোনো পরিত্রাণ না পেয়ে বিদ্যুতের তার দিযে ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন তিনি। সোমবার রাতে লাইন দেয়ার সময় অসতর্কতায় তিনি ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় দোকানদাররা গুরুতর আহত অবস্থায় তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মশিউর রহমান বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এসময় পুলিশকে খবর দেয়া হয়।
হাকিমপুর থানার ওসি মোহাম্মদ সায়েম মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও