Monday , 7 November 2022 | [bangla_date]

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দিনাজপুরে বিএনপির আলোচনা ও রক্তদান কর্মসূচী পালন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিএনপি ঐতিহাসিক ৭ নবেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পারন করেছে।এসব কর্মসূচীর মধ্যে ছিল, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও দোয়া মাহফিল ইত্যাদি।
সোমবার সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেরা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন েিবনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্দা দলের সদস্য মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিরাদলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চারনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি বাবু চৌধুরী।অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচীর আনুষ্ঠািনক উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
এদিকে জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটির নেতৃত্বে হেমায়েত আলী হলের সামনে থেকে এক বিক্ষোভ বের হয়ে জেল রোড প্রদক্ষিণ শেষে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
সোমবার (৭ই নভেম্বর) সকাল ৮টায় বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সুচনা করা হয়।
এরপর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীকে ধ-র্ষণ : সেই শিক্ষককে আদালত প্রাঙ্গণে গণ-ধোলাই

বোদায় ভুট্রার বাম্পার ফলন, ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক!

পবিত্র শবে বরাতের ছুটি ৩০মার্চ

রাণীশংকৈলে আল হিকমাহ এনলাইটেন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান

বীরগঞ্জে ঝড়ে পড়া ট্রলিভর্তি সরকারী গাছ চোরাইভাবে পাচারের সময় জব্দ

বোচাগঞ্জে ২টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন দিনাজপুর ও পরিবেশ অধিদপ্তর

চিরিরবন্দরে রেললাইনে পা আটকে গিয়ে ট্রেনের ধাক্কায় আনসার ও ভিডিপি সদস্যের মৃত্যু

দিনাজপুরে রুসাদ’র বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিল সভাপতি- কুতুব উদ্দিন, সাধারন সম্পাদক এমরান হোসেনসহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

কাস্টমসের কমপ্লিট শাটডাউনে হিলি স্থলবন্দরের কার্যক্রম ব্যাহত

কমিউনিটি পর্যায়ে নারীর ভুমি অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা