Saturday , 26 November 2022 | [bangla_date]

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের আয়োজনে “শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত”শীর্ষক মত বিনিময় সভা

দিনাজপুরের ঐতিহ্যবাহী দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) কে উন্নতমানের মডেল স্কুল গড়ে তুলতে দিনাজপুরবাসীকে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করে স্কুলের আয়োজনে গতকাল শনিবার “শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত” শীর্ষক মত বিনিময় সভায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের প্রাচীন স্কুল হিসেবে বাংলা স্কুল সারাদেশে একসময় সুনামের ঝড় তুলেছিল। কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে গেলেও বর্তমান প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলামের নেতৃত্বে দক্ষ শিক্ষকদের সহযোগিতায় নতুন করে স্কুলের উন্নয়ন শুরু হয়েছে। সম্মানীত অতিথি হিসেবে স্কুলের উন্নয়নকল্পে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার নির্মল রায়। অনুষ্ঠানে দিনাজপুর শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অজিত কুমার কুন্ডু, খন্দকার ফারহানা আফরোজ, মোঃ জাকির হোসেন, মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন ছাত্র কাশী কুমার দাস বলেন, প্রতিটি শিক্ষকবৃন্দ ছাত্রদের পাঠদানের ব্যাপারে সঠিক দায়িত্ব পালন করতে পারলে এমনিতেই শিক্ষার মান বাড়বে। যদিও স্কুলে বর্তমানে ছাত্রদের উপর কড়া নজরদারী ও ১০টা থেকে ৪টা পর্যন্ত পাঠদান কার্যক্রম ও সহ পাঠ ক্রমিক নিশ্চিত করা হয়েছে। বিদ্যালয়ের বাইরে যে শিক্ষার পরিবেশ গড়ে তুলা হয়েছে তাতে অনেক অভিভাবকদের ইতিমধ্যেই মন আকৃষ্ট করছে বলে আমাদের বিশ^াস। বক্তারা আরও বলেন, বৈশি^ক মহামারী করোনার কারণে প্রায় সব স্কুলে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে। আমরা জেনেছি তাদের নতুন করে স্কুলমুখী করতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ হোম ভিজিট করছেন। অস্বচ্ছল ছাত্রদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষকেই করতে হবে। যদিও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এ বিষয়গুলোতে খুবই আন্তরিক। তবে আমরা আশাবাদী অচিরেই বাংলা স্কুল তার ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্কুলের ইংরেজি সহকারী শিক্ষক শাহ আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালায় যুগ্ম সচিব

আওয়ামী লীগকে নি-ষিদ্ধের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ -১

চিরিরবন্দরে গরুর দাম কমে যাওয়ায় বিপাকে মালিক-খামারিরা

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

বোচাগঞ্জে মাধ্যমিক শিক্ষা বিষয়ে ওয়ার্কশপ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশ উন্নয়নের ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ“ শীর্ষক গোলটেবিল বৈঠক

তেঁতুলিয়ায় মলম পার্টির খপ্পরে বাস যাত্রী, ব্যাগ থেকে টাকা চুরি

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম