Sunday , 27 November 2022 | [bangla_date]

কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বসালো দিনাজপুর সরকারি কলেজ শুভসংঘ

শিক্ষাপ্রতিষ্ঠান হলো একটি আদর্শ স্থান। যেখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের জন্য নিজেদের উত্তমরূপে গড়ে তোলে। শিক্ষা প্রতিটি মানুষের জীবনের পাথেয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস যদি পরিস্কার পরিচ্ছন্ন থাকে। তবে সেটা হয় সকলের কাছেই দৃষ্টি নন্দন এবং সৌন্দর্যপূর্ন।
আর এই দৃষ্টি নন্দন এবং সৌন্দর্যপূর্ন রাখতে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দুইটি ডাস্টবিন বসায় শুভসংঘের বন্ধুরা।
রবিবার দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রিয় উপ কমিটির সদস্য মো.আবু বক্কর সিদ্দিক রাব্বী চৌধুরীর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে দুইটি ডাস্টবিন দেয় শুভসংঘের বন্ধুরা।
ডাস্টবিন বসানো কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবু বকর সিদ্দিক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, শিক্ষক পরিষদের সম্পাদক মো.সাজেদুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো.লাল মিয়া,
উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবর রহমান প্রমুখ।
প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবু বকর সিদ্দিক বলেন, শুভসংঘ যে উদ্যোগ গ্রহণ করেছে খুব একটি ভালো কাজ। তোমাদেরকে ধন্যবাদ।
ডাস্টবিন বসানো কার্যক্রম অংশগ্রহণ করেন কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো.রাসেল ইসলাম, সহ সভাপতি জাকিনুর ইসলাম,জিনিফা ইফাত,সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সওকত আকবর,দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি,কোষাধ্যক্ষ আপন মাহমুদ, প্রচার সম্পাদক তাহসিন ওয়ারিদ,সদর উপজেলা শাখার সভাপতি রাকিবুল হাসান,কার্যকরী সদস্য রাকিব ইসলাম প্রমুখ।
শুভসংঘ কলেজ শাখার বন্ধুরা প্রায়সময় কলেজ ক্যাম্পাস মাঠ নিজেইরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত