Friday , 18 November 2022 | [bangla_date]

কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে ঠাকুরগাঁওয়ে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে

মোঃ মজিবর রহমান শেখ,,
আসন্ন কাতার ফুবটল বিশ্বকাপকে সামনে রেখে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। দিন যতই অতিবাহিত হচ্ছে উত্তাপ ততই ছাড়াচ্ছে। ঠাকুরগাঁও জেলায় বিশ্বকাপকে স্বাগত জানিয়ে বিভিন্ন টিমের ভক্তদের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। এর মধ্যে মিটিং, সভা, আড্ডা, র‌্যালি রয়েছে। এভাবেই প্রিয় টিমগুলোকে শুভেচ্ছা জানিয়ে কাতার বিশ^কাপকে স্বাগত জানাচ্ছে ফুটবলপ্রেমী মানুষজন। কাতার ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্ত, সমর্থকদের নানা রাকম কর্মকান্ড দেখা যায়। এর মধ্যে পছন্দের টিমের প্রতি ভালবাসা জানান দিতে নিজের বাড়িতে, গাড়িতে, দোকান প্রতিষ্ঠানে পছন্দের টিমের পতাকা টাঙ্গানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক, বিতর্ক, ক্ষেপানো, হাসাহাসি ও বিভিন্ন ধরনের ট্রোল করা। কোন টিমের সমর্থক কোন ছবি বা ভিডিও ছাড়লে বিপরীত পক্ষের সমর্থকেরা নানা ধরনের মন্তব্য করছেন। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন দেশের টিমের সাপোর্টার থাকলেও সবচেয়ে বেশি চোখে পরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের। এ দুই দেশের ফুটবল সমর্থকদের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত। ঠাকুরগাঁও জেলার বিশ্বকাপ উপলক্ষে চলছে জমজমাট প্রচার-প্রচারনা। খেলার দোকানগুলিতে ভীড় করছে আর্জেন্টিনা, ব্রাজিল বা প্রিয় টিমের সমর্থকেরা। এছাড়াও রাস্তায় রাস্তায় হাতে করে বিভিন্ন টিমের পতাকা বিক্রি করতেও দেখা যায়। সমর্থকেরা দাম বেশি হলেও নিজেদের প্রিয় টিমের জার্সি কিনছেন। এরই মধ্যে খেলার সরঞ্জাম বিক্রির দোকানগুলিতে জার্সি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার জার্সি পাওয়া যাচ্ছে না। এর সাথে রয়েছে খেলার দোকনগুলোর পক্ষ থেকে বেশি দাম নেওয়ার অভিযোগ। এরই ধারাবাহিকতায় ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে “ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী”র আয়োজনে আড্ডার আয়োজন করা হয়। পরে প্রায় ২শ হাত পতাকা নিয়ে শতাধিক সমর্থক সেখানে ব্যানার ও মিউজিক বাজিয়ে র‌্যালি করে। এ সময় আর্জেন্টিনা ভক্তদের হাতে হাতে বাংলাদেশের সুবিশাল পতাকা, আর্জেন্টিনার ছোট, মাঝারী, বড় বেশ কয়েকটি পতাকা বহন করতে দেখা যায়। এছাড়াও সকলের হাতে হাতে ছিল ছোট ছোট শতাধিক পতাকা। প্রায় সকল সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে নেচে গেয়ে আর্জেন্টিনা টিমের জন্য শুভপ্রত্যাশা কামনা করে কাতার বিশ্বকাপকে স্বাগত জানায়। অপরদিকে গত ১৮ নভেম্বর শুক্রবার “ঠাকুরগাঁও ব্রাজিল সমর্থক গোষ্ঠী”র পক্ষ থেকেও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আড্ডা দেওয়া হয়। এ সময় ব্রাজিলের বিভিন্ন খেলোয়াড়ের ছবি সম্বলিত ফেসটুন নিয়ে মাঠে র‌্যালি করে সমর্থকেরা। তারাও হাতে বাংলাদেশ ও ব্রাজিল টিমের পতাকা নিয়ে মাঠের চারিদিকে ঘুরে ব্রাজিল টিমের জন্য শুভকামনা প্রত্যাশা করে কাতার বিশ্বকাপকে স্বাগত জানায়।
সবকিছু মিলিয়ে বিশ্বকাপের উত্তাপ ও উত্তেজনা বাড়বে সেই সাথে পছন্দের টিমগুলো তাদের নিজেদের সেরা খেলা উপহার দিক। দিন যতই ঘনিয়ে আসবে উত্তাপ ততই বাড়বে। সকলেরই পছন্দের টিম কাতার বিশ^কাপে ভাল ফলাফল উপহার দিবে এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

৬১৯ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু

বোদায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার শীতার্তর মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়া ছবির শিল্পী বাক প্রতিবন্ধী তরুণীকে ঈদ উপহার

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

মাদারীপুর বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন