Wednesday , 30 November 2022 | [bangla_date]

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৫১টি পরিবারের মাঝে ভেড়া বিতরণকালে এমপি গোপাল রাজনীতির মাঠে খেলার যোগ্যতা হারিয়েছে বিএনপি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ৩৫১টি আদিবাসী পরিবারের মাঝে ভেড়াসহ মাঁচা নির্মাাণের বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ভেড়া ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আওয়ামী লীগের মত বিএনপি হতে পারে নাই, পারবেও না। কারণ দুর্ণীতি পরায়ন নেতৃত্ব আর অপকর্মের কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। রাজনীতি মাঠে খেলার সকল শর্তাবলী বিএনপির কাছ থেকে বিলুপ্ত হয়েছে। কাজেই বিএনপি রাজনীতি মাঠে খেলোয়াড় হিসাবে তাদের যোগ্যতা হারিয়েছে। তিনি বলেন, আগামী ১০ তারিখে ঢাকার সমাবেশ থেকে বিএনপিকে তাদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তারপর দেখা যাবে জনগন তাদের সমর্থন করবে কি করবে না।
বুধবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত পরিবারগুলির মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৩৫১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২টি করে মোট মোট ৭০২ টি ভেড়া, ৭০২ পিস টিন, ১৫০৪ টি সিমেন্টর খুটি, ১৭৫৫টি ভেডার মাঁচা আনুষ্ঠানিক তুলে দেওয়া হয়। এসময় প্রত্যেকেকে ২টি ভেড়া, ২টি ডেউটিন, ৪টি পিলার ও ৫টি করে মাচা প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গণি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, উপজেলা সহকারি কমিশনা (ভুমি) রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইন

হরিপুরে আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

বোদা পৌরসভার প্রানকেন্দ্রে সামাজিক হেলথ্ ও ডায়াবেটিস ফিটনেস ক্লাবের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে

সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপন

পীরগঞ্জে অ’গ্নিকা-ন্ডে ক্ষ’তি’গ্র’স্থ ১৪ পরিবারে ঢেউ টিন বিতরণ

দিনাজপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীশংকৈলে তারুণ্যের উৎসবে আনন্দ র‌্যালী

বীরগঞ্জে ১৬৩ মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি