Wednesday , 30 November 2022 | [bangla_date]

খানসামার এক বিদ্যালয়ে এসএসসিতে পাশ করেনি কেউ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; এবার এসএসসি পরীক্ষায় দিনাজপুরের খানসামা উপজেলার ভেডভেডি ইউনিয়নের হাজীপাডা উচ্চ বিদ্যালয থেকে অংশ নেওয়া কোন পরীক্ষার্থী পাশ করেনি। এ নিযে হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
জানা গেছে, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তবে সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাশ করেনি। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
অভিভাবক ও স্থানীয় লোকজনের দাবি, বিদ্যালয়ে শিক্ষকরা মানসম্পন্ন পাঠদান না করানোর কারণে এমন ফলাফল হয়েছে। মানসম্পন্ন পাঠদান করানো হলে নিশ্চয়ই ভাল ফলাফল আশা করা যেতো বলে তারা মনে করেন।
এ বিষযে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত রায বলেন, আসলে এবার যেহুতু পাশ করেনি আগামীবার পদক্ষেপ নিযে চেষ্টা করবো যাতে এ রকম না হয। এ ছাডাও অভিভাবক ও এলাকার মানুষের অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, আমরাতো এলাকার মানুষের মুখে হাত দিতে পারবো না। আর তাছাডা করোনা ভাইরাসের কারণে এই সমস্যা হযেেছ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ওই বিদ্যালযে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায অংশগ্রহণ করে কিন্তু ১ জন্যও পাশ করতে পারেনি এতে শিক্ষকরা সঠিক ভাবে তাদের দাযত্বি পালন করতে পারেনি এবং শিক্ষার্থীরাও আগ্রহী ছিল না। সর্বোপরি শিক্ষকরা সঠিকভাবে দাযত্বিহীন ছিলেন। আর দায়িত্ব পালন করলে কমপক্ষে অবশ্যই ২টা পাশ করতো। এখনো রেজাল্টের নম্বর দেখা হযনি যে কোন বিষযে ফেল করলো। বিষয়টি তদন্ত করে দেখবো। দেখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমরা অবশ্যই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কবিরাজহাটে নির্বাচনীয় প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্মকে অস্ত্র বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের প্রত্যাখ্যান করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কতৃক নালা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ বন্ধ

বীরগঞ্জে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সালন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে সভা

ঘোডাঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঘোডাঘাটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হরিপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

৭টি জ্বিনকে বোতলে মাটিতে পুতে আগুন থামলেও, কমেনি আতংক, প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন