Sunday , 13 November 2022 | [bangla_date]

খানসামায় ধান ক্ষেত থেকে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের খানসামায় ধান ক্ষেত থেকে একরামুল হক নামে এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউপির ভুল্লারডাঙ্গা বাজার ও পুলহাট বাজারের মধ্যস্থল মিল চাতালের পার্শ্বে একজনের ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার সকালে স্থানীয় ভুট্টা চাষী মিজানুর রহমান ওই মৃত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে খবর দিলে ছুটে আসেন এলাকাবাসী ও পুলিশ।
নিহত একরামুল হক (৫৬) খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে। তিনি স্থানীয় পুলহাট বাজারসহ খানসামার বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ করে খাদ্যদ্রব্য বিক্রি করতেন।
নিহতের পরিবারসহ পুলিশ জানায়, খানসামার তেলিপাড়া গ্রামের নিহত একরামুল স্থানীয় পুলহাট বাজারসহ বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ করে খাদ্যদ্রব্য বিক্রি করতেন। প্রতিদিনের মত গত শনিবার সকাল ৮টার দিকে ব্যবসার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়। গ্রামে ঘুরে ঘুরে সন্ধ্যার পর পুলহাট বাজারে দোকান করার পর ভ্যান রেখে নিখোঁজ হয় সে। রাতে আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেয় তার ছেলে অহিদুল ইসলাম। তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাওখায়াত হোসেন লিটন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তিনি সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ভাঙারি সংগ্রহ করে ঝাল মুড়ি, কটকটি, বাদামসহ বিভিন্ন খাবার বিক্রি করতেন। আর রাতে পুলহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঝাল মুড়ি বিক্রি করে সংসার চালাতেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধারের পর মযনা তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে প্রকৃত ঘটনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরের আউলিয়াপুকুরে মহানাম যজ্ঞানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

কোরবানির মাঠ কাপাবে চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’

সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশ গ্রহন বাড়াতে হবে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে অর্থদন্ড

বীরগঞ্জ মডেল প্রোসক্লাবের সাথে সুধী সমাজের মতবিনিময় সভা

আগামী জুনে আসছে পাটের পলিথিন