খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাহারোল তের মাইল ফুটবল একাদশকে ০-৩ গোলের ব্যবধানে পাবর্তীপুর শহিদুল আর্মি ফুটবল ক্লাব পরাজিত করেন।
সোমবার বিকেলে উপজেলার নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিউ পাকেরহাট মর্নিং সান ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেস ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিয়ন চৌধুরী খেলার উদ্বোধন করেন এবং খেলা শেষে আয়োজক কমিটি তাকে ক্রেস্ট প্রদান করেন।
এ সময় জামাল ক্যাবল অপারেটর এর স্বত্বাধিকারী জব্বার মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়নের ইউপি সসস্য মনজেল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সুমন, ডেন্টিস্ট মোঃ খাদেমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন চৌধুরী প্রমুখ।


















