Thursday , 10 November 2022 | [bangla_date]

ঘোড়াঘাটে দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া এক অসহায় পরিবার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিপক্ষের দাপটে দীর্ঘদিন থেকে বাড়িছাড়া এক অসহায় পরিবার। ভুক্তভোগী পরিবার প্রতিকার পেতে আদালতে মামলা করলেও মামলার দীর্ঘসূত্রতার কারণে পরিবারের লোকজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী পরিবার ও মামলাসূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌরসভাধীন জোলাপাড়া এলাকার মৃত আছাদ মন্ডলের ছেলে আজাহার মন্ডল (৪১) এর সাথে প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন থেকে বসতবাড়ীর ভিটা নিয়ে বিরোধ চলে আসছিল।
এমতাবস্থায় গত ২৪ ডিসেম্বর ২০১৯ ইং একই এলাকার মোঃ জিম (২৫) এর পিতা মটুক মিয়ার মৃত্যু হয়। এরই জেরে পরেরদিন জিম সহ অপর প্রতিপক্ষ একই এলাকার ইউনুস আলীর (৫৩) নেতৃত্বে ফারুক হোসেন (৪১), আনোয়ার হোসেন (৪৫), খালেক মিয়া (৪৯), রিপন মিয়া (৩১) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে রাজু মিয়া (৩১) ও মান্না মিয়া (৩৮) লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদীর বাড়িতে এসে তার স্ত্রী, ভাগ্নি ও তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি ভাবে মারধর করে বাড়িতে থাকা গবাদিপশু, আসবাবপত্র ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে প্রতিপক্ষের লোকজন আজাহার মন্ডল, তার ভাই-বোন ও মাকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। তা নাহলে মৃত মটুক মিয়াকে মেরে ফেলার দায়ে হত্যা মামলার হুমকি দেয়। এ সময় তারা স্ট্যাম্পে স্বাক্ষর করে দিলে প্রতিপক্ষগণ আজাহার আলীর বাড়ীঘর ভাংচুর করে বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী ও মামলার বাদী আজাহার মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন,এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর ২০১৯ ইং দিনাজপুর বিজ্ঞ আদালতে মামলা করলে এতদিনেও মামলার শেষ না হওয়ায় অনেকটা অসহায় হয়ে পড়েছি। পরিবারের লোকজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তিনি আরও জানান, বর্তমানে মামলাটি আদালতের নির্দেশে তদন্তকারী সংস্থা সিআইডি তদন্ত করছে। এ সময় তিনি ন্যায় বিচারের জন্য সংশিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বোরো আবাদে ঠাকুরগাঁওয়ে ডিজেল ও সারের কৃত্রিম দামে কৃষকদের নাভিস্বাস

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন !

পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন

নবাবগঞ্জে ১০৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

কাহারোলে ধানের অভাবে ১০৪ টি চালকল ও চাতাল বন্ধ \ শ্রমিকের দুর্দিন।

ফলোআপ.. জীবনের দুশ্চিন্তা কাটল প্রতিবন্ধী রাজীবের, ফিরেছে মুখে হাসি